পৌলমী ভট্টাচার্য
মোহনার কোল মায়ের একরত্তি নিমকাঠ
বাহবা দেব ব'লে নদীর কাছে গিয়েও শুকনো হোলাম। মায়ের ডালের বাটি যেন উধাও হওয়া নদী। স্রোত ভাঙছে, আছড়ে বলছে-
ফোঁড়ন গুণতে পারবি পুরোনো আঙুল মেপে ?
বুঝতে বুঝতে সম্পৃক্ত পাপশালার আঁধার হয়েছে অজুহাত ... ; তবু ডালের বাটিকে বহমান স্রোত ভাবতে গিয়ে সাঁড়াশি আর আই.সি.ইউ -এর টারমিনোলজির মধ্যে যোগাযোগহীন করল মগজ।
হয়তো একদিন মোহনার কোল হবে মায়ের একরত্তি নিমকাঠ...
হয়তো নিটোল দুর্ঘটনা ব'লে চুলকাটা পথ হারাবে এলোমেলো খোঁপা ছেড়ে...
ঠিক যেন সাবেকিয়ানা ঘূর্ণী ।
জানি , আলুথালু ভূগোল পেরোনো
হৃদবায়ু প্যাপিরাস ভুলেছে নিক্তি ভাঙতে ভাঙতে অথচ ভৌগোলিক সমারোহে
কেউ সৎকার করবে না আমার প্রচ্ছন্ন আলতা যাপন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন