প্রবীর বন্দ্যোপাধ্যায়


 

 হাহাস্বর



বেলা পড়ে এলে
কাঞ্চন শিমুলেও লাগে
ঝরার আকুতি
কোথাও বাজে বুঝি বেলাশেষের গান
সূর্যাস্তের ছায়া মেখে মাঠ ফেরে ঘরে :

তোমার চোখেও নেভে দুরন্ত দুপুর
ভাঙা হাটের পসরা নিয়ে তোমার চলাচল
রঙের আবির যেন কবে মুছে গেছে
দু চোখের উঠোনে আর জাগে না রাতচরা পাখি
কথা নেই ঢেউ আর বিজন বালুচর-

আমারও পথে আজ নিঝুম স্টেশন
নিরালা মেখে আছে ভ্রমণের পথ
বৃক্ষের শাখায় শাখায় রঙ ঝরে গেছে
দূরেও আঁকে না ছবি রাতুল চরণ:

বাঁশিহারা দিনগুলো ভুলে গেছে সেই হাহাকার
কোথাও কিছু পাবার ছিল বুঝি কোথাও যাবার-

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য