সৌম্যজিৎ আচার্য


 

 প্রেমের কবিতা -৬


ঘুমের ভেতর এক দরজা 
সে দরজায় হেলান দিয়ে
বসে আছ তুমি
হাতে ফুলের মালা
যে মালা আমার শবে ছিল রাখা
বসে আছ, বসে আছ বালির ভেতর

বাইরে বৃষ্টি উৎসব...



প্রেমের কবিতা -৮


জুডাস বলল,
তুমি যদি আমাকে একটা মেয়ে দিতে
যে মেয়ের মুঠোয় ঢেউয়ের মতো প্রেম
তবে আমি তোমাকে 
ধরিয়ে দিতাম না...




প্রেমের কবিতা -৯

ভালবাসা 
নদীর মতো বয়ে যাওয়া স্রোত 

তুমি তাকে শরীরে ভরেছ...




প্রেমের কবিতা- ৯৬


তুমি রাজুর সঙ্গে শুয়েছিলে
রাকীবের সঙ্গে শুয়েছিলে...
আমি যোশেফ

আমাকে ঘরে না ডেকে
এখানে নিয়ে এলে কেন?
এত এত নক্ষত্রের নীচে

নদী চেনাতে?
 

 

মন্তব্যসমূহ

  1. বিশ্বজিৎ বাউনা১৯ মার্চ, ২০২৪ এ ১০:৫২ AM

    ৯৬ তম কবিতাটি অসাধারণ

    উত্তরমুছুন
  2. শেষের কবিতাটি ধারালো--- শতাব্দী চক্রবর্তী

    উত্তরমুছুন
  3. প্রত্যেকটি কবিতা ভালো লাগল। কম শব্দে গূঢ় অর্থ প্রকাশ করা খুব কঠিন।

    উত্তরমুছুন
  4. প্রত্যেকটি কবিতাই অসাধারণ
    - সুবিৎ

    উত্তরমুছুন
  5. কবি /সাহিত্যিক প্রিয়তে সৌম্যজিৎ
    আচার্য মানেই অভিনব ভাবনা, নতুন ভাবে
    উপস্থাপন ! কবিতাগুচ্ছ ক্ষুদ্ৰ কিন্তু বহুস্তরবিশিষ্ট । বেশ উপভোগ করলাম। ।
    অভিনন্দন ❤️

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার