বন্যা ব্যানার্জি
অবোধ
জমতে জমতে একসময় কুয়াশা দীর্ঘ হয়।আবছা হয়ে আসে আকাশের অথৈ! থই হারিয়ে নিজেকে ভাসিয়ে দি।আর তখনই মনে পড়ে ছায়া থেকে অনেকদিন বিচ্ছিন্ন আমি।
অক্ষর হয়ে ওঠা দিনগুলোয় শীত জমে আছে।দু হাতে সরাতে যাই ভাগ হয়ে যাওয়া অস্তিত্ব, ক্ষয়াটে পাঁজরের হাড়।ছায়া কাঁদে,আমিও।আমাদের দেখা হওয়ায় টুপ টাপ হিম ঝরে পড়ে।
কবিতার ভাষা,চুম্বন কিম্বা সঙ্গম কিছুই বোঝেনা সে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন