রিমলী বিশ্বাস
খুঁজছে তোমাকেই
--------------------------
থিতিয়ে আছে পথের 'পরে সময়
শিশির দেখ ঘুমিয়ে আছে ঘাসে,
কীভাবে আমি অমন নরম হবো
ভাবতে ভাবতে হেমন্তকাল আসে!
আসন্ন শীত শালের মোড়ক জড়ায়
গাছের পাতায় নাম লেখে দুঃখেরা
অতীতটাকে ফেরৎ পাবার আশায়
ফুরিয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহেরা
তোমার নামে নাম রাখবো ভাবি
একটা নদীর, স্রোতস্বিনী স্বভাব
বয়েই যাচ্ছো দূরের থেকে দূরে
নৈকট্যের ইচ্ছেগুলোর অভাব!
তবুও আজও তোমায় ভালোবাসি
তোমার কথা সঠিক জানা নেই,
শীত পড়লে কাপের ধোঁয়ায় কাঁপে
যে স্মৃতিরা, খুঁজছে তোমাকেই।
চুপ
------
আমি কেন তোমাদের মধ্যে আছি!
কলসি কলতলা একটা নিকোনো উঠোন
এটুকুই তো হবার কথা ছিল!
প্রতিবেশির খোঁজখবর, বাড়ির লোকের পথ্য,
এর বেশি এগোনোর উপায় থাকা কি সমীচীন!
শাড়ির আঁচলে জড়িয়ে থাকে মাকড়শার জাল,
বুড়ো বটের ঝুরি পায়ে পায়ে জড়িয়ে যায়!
আমার এগোনো হয় না মঞ্চ অবধি!
অথচ যা বলার ছিল
তা ভালো করে শোনানোর মতো লোক পেলাম না,
ঘরের দেওয়াল উঁচু হতে হতে পাঁচিল হয়ে গেল!
আমার কথাগুলো শুকিয়ে গেল কন্ঠনালীতেই।
কত মানুষ অন্যায় করে ছাড়পত্র পেয়ে গেল!
আমি শুধু দাঁড়িয়ে দেখলাম তাদের পোশাক পরিবর্তন!
হেমন্ত পেরিয়ে কবে যেন শীত এসে গেল!
এবার বুঝি শীতঘুম!
আমাকে ডেকো না কেউ কোনোখানে,
আমার আর বলার কিছু নেই।
কী আশ্চর্য তোমার ছন্দের শব্দ, সুর, মায়া। বারবার জড়িয়ে পড়ি। ভালো লাগল।
উত্তরমুছুনভীষন সুন্দর উপস্থাপন ...
উত্তরমুছুনঅসাধারণ শব্দ চয়ন ও উপস্থাপন, মন ভরে গেলো
উত্তরমুছুন