অমিতাভ সরকার


 

 সাপ্তাহিকী  


আকাশে রোদের দেখা বেভুল সময়

ভোরে জোরে পা চালানো কঠিন যে হয়

কথা কম সবকিছু তারই মধ্যে

এই নিয়ে পথ ফেরে সেই সন্ধ্যে


জীবন প্রেমের দেখা খিদে রোববার 

আসি যাই দেহে ফিরি কাজেই ভাবার

যাতনা সে স্থবিরতা রাগের দশায়

স্মৃতি মাটি ঢেউ পারে ওঠায় বসায়


এ মন জানলা খোলা নিরালা দুপুর 

পেটে খিদে মুখে লাজ জেদে ভরপুর

মেঘের যাত্রাপালা বেঘর একলার

জল মাপে দায়সারা দুকূল বাওয়ার


রোজকার একই গানে প্রভু নিরুদ্দেশ  

আমি তুমি পাশাপাশি ছায়া অবশেষ।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য