অনিরুদ্ধ সুব্রত


 

 সু-সম্পাদকীয়


পূর্ববর্তী সংখ্যা গুলির ছাপা-কালির তারল্য
পুরনো ছাপ-মেশিনের ক্ষয় ধরা হাইড্রোলিক
সর্বত্র একটু একটু নববিধি--- করেছি স্মরণ।

যেমন, প্রুফ-রীডার বৃদ্ধ-বিমল চশমায় সুতো
তেমনই, ধুয়ে ধুয়ে, মুছে মুছে ধাতবের হরফ
আর যা সব সঞ্চিত ভেঙে--- ম্যাপলিত-মহল।

সু-কথা লিখেছে সুধন্য জগতের জ্যোতির্বলয়
অধুনা ব্যকরণ, অতি দূরূহের দর্প, দগ্ধ, দর্শন।

ছেপে ভাঁজ করে, ফরমায়েশি-ফর্ম, দুটি ফর্মায়
রেখে, সুবর্ণ-মলাটের ল্যামিনেট অছিলা সমুদ্র
বড়োই নতুন সংখ্যা,সিকি আধুলি ছেড়ে মুদ্রায়।

ঘৃত, চন্দন, মদ্য, বাতাসা ও চকলেট পাতা ভরা
এ সংস্করণ সুতীক্ষ্ণ, শুধু নীলাভ অক্ষরে ছাপা।

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য