সায়ন্ন্যা দাশদত্ত
একটি বৃষ্টিদিন
রথের শেষে পড়ে রইল দোয়েল পাখির ডাক। উড়ন্ত হাওয়াকল। কিছু অচেনা সাপের ডিম। শ্যাওলা লাল শেষ সিঁড়ির ধাপি। জলশিউলি ফুটে রয়েছে ।
গা ঘষছে গ্রামগঞ্জের রাই। ঘাসের পরে বৃষ্টি ধরা দেয়। ময়ূরপুচ্ছ।সুগন্ধ ফেনা।গতরাতের আদরচিন্হ।ঘষেঘষে ধুয়ে ফেলেছে সে।
বিকেল গড়ায়...
কারখানার ভৌ। চটকলে কাজে ডুবে যান রাইকমলের স্বামী। সবাই তাকে মামা বলে ডাকে। ধুলোয় নাচে কাপাসতুলোর গুটি।
আশুথ গাছে দড়ি টাঙানো আজ। রাইকমলের স্বামী সেথায় দোলে।
অযথা বৃষ্টি ঝেঁপে আসে।
শেষে কী তীব্র অভিঘাত! অসাধারণ।
উত্তরমুছুনআমি আপ্লুত নিলয় দা 🙏🙏
মুছুনঅপূর্ব -রঞ্জনা ভট্টাচার্য
উত্তরমুছুন