রবীন বসু
শ্রাবণশ্লোক
শ্রাবণের বৃষ্টিধারায় অক্ষরেরা ভিজে কাক।
আমার সমূহ বিষাদ জড়ো হল দরজায়
অভ্যন্তরে ঘন মেঘ, বজ্রগর্ভ অভিমান জমে
তুমুল কলহ নিয়ে দুইটি চড়ুই
রামগিরি পর্বতের দিকে ডানা মেলে দিল
ঘাড় নিচু করে কালিদাস বর্ষার শ্লোক লিখছেন।
হতভম্ভ আমি চেয়ে দেখি শ্রাবণ-সরস্বতী, এইমাত্র
ভিজেকাপড় থেকে যাবতীয় শ্লোক নিঙড়ে নিলেন।
খুব খুব ভালো লেখা
উত্তরমুছুন