অমিত চক্রবর্তী
সবচেয়ে বেশি লিরিক, সবচেয়ে বেশি প্যারাডক্সে ঠাসা
সকালের আলোর কথা আমি আগেও
লিখেছি তোমায়, এ অঞ্চলে সূর্য আসে তড়িঘড়ি, খানিকটা
শান্তিজল, খানিকটা প্যাস্টেলরঙে
মুহূর্তটা সাজছে এখন সবচেয়ে বেশি লিরিক, সবচেয়ে বেশি
প্যারাডক্সে ঠাসা। আমাদের রাত্রি ছিল নড়বড়ে, টলমলে
ডিঙি নৌকোয় সারাটা সন্ধ্যে আমরা দুর্যোগ, আমরা
ঘাত প্রতিঘাতের কথা শুনে আসছিলাম,
ঘড়িটা পিছিয়ে পড়ছিল বারবার, টানটান থাকা সত্ত্বেও
আমাদের কলারে এখনো কুঁচকানো দাগ, আমাদের উচ্চাকাঙ্ক্ষায়
এলোমেলো ভাঁজ।
নদী কিংবা বুনো ঘোড়া,
ছবি আঁকছি এখন দুজনেই, দুজনেই ভাবছি,
একঘেয়ে হয়ে যাচ্ছি সুনয়নী,
জানই তো আমি একটু ভবঘুরে গোছের, ভুল শব্দে
দিন শুরু করা অভ্যেস, প্রতিজ্ঞাকে বলি ভর্ৎসনা,
যন্ত্রণাকে বিভাজন, এখন মেটাফিজিক্যাল
নিশ্চুপ দুজনে, ক্ষমা চাইবার সময় হয়তো, বৃহত্তর স্বার্থে
আমরা এবার প্রশ্ন ঢালা বন্ধ রাখব
ফ্যাকাশে কমেন্টবক্সে।
চমৎকার
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ আপনাকে - অমিত চক্রবর্তী
মুছুনআপনার কবিতার smart attitude এর আমি মুগ্ধ অনুরাগী
উত্তরমুছুনআমার বিশেষ প্রাপ্তি। অনেক, অনেক ধন্যবাদ
মুছুনআপনাকে। - অমিত চক্রবর্তী
অসামান্য লাগল দাদা আপনার ছাপ ঠিক থেকে যায়
উত্তরমুছুনখুব খুশি হলাম শুনে। নাম জানি না আপনার কিন্তু আমার কবিতার সঙ্গে পরিচয় আছে জেনে আনন্দে মন ভরে গেলো। - অমিত চক্রবর্তী
মুছুন' এখন মেটাফিজিক্যাল নিশ্চুপ দুজন '
উত্তরমুছুনভীষণ আধুনিক ও বোধের গভীরে জাগা লাইন।
খুব আনন্দ হলো আপনি গভীর ভাবে পড়েছেন দেখে। অনেক অনেক ধন্যবাদ জানাই - অমিত চক্রবর্তী
মুছুনচমৎকার, ছুঁয়ে থাকে গভীরতা।
উত্তরমুছুন(রঞ্জনা বসু)
মন ভরে গেলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। - অমিত চক্রবর্তী
মুছুনদ্যুতি নিয়ে গতিময় কবিতা।
উত্তরমুছুনঅসাধারণ কথাটা বলেছেন, আমার মনে বাজলো। অনেক অনেক ধন্যবাদ জানাই। - অমিত চক্রবর্তী
মুছুনএই যে 'ভুল শব্দ', কোথাও তা হয়তো অভিধানের শিকল ছেড়ে অবচেতনের দিগন্তে পাড়ি দেয়! শব্দেরওতো গোপন টানাপোড়েন থাকে! এই যে 'নদী কিংবা বুনো ঘোড়া'--- অবচেতনের অসম্পাদিত নির্মাণতো আসলে জীবন, সত্তা বা সম্পর্কেরই মতো! কখনো গীতিময়তায়, কখনো দুরপনেয় কূটে , সে-সবতো চেতন- অবচেতনের তির্যক বা প্রত্যক্ষ ছায়া বিস্তার! পাঠকের স্বাধীনতায় আমার মতো করে নিলাম ব্যঞ্জনায়। ছুঁয়ে গেল আপনার কবিতা।------পল্লব গাঙ্গুলি
উত্তরমুছুনOmg, omg, পল্লব বাবু আমি আপ্লুত। আপনার কমেন্টটাই ব্যঞ্জনায় কবিতা হয়ে দাঁড়িয়েছে। আমার আন্তরিক ধন্যবাদ।
মুছুন