শ্যামশ্রী রায় কর্মকার
রেলস্টেশনে লেখা কবিতা
কার বাঁশি শুনে ট্রেন রোদ্দুরের সমারোহ ছেড়ে
ছান্দোগ্য দিনের দিকে যায়
সুগন্ধি গাছের ডাল ছলছল করে ওঠে নদীর পৈঠায়
বাতাস ঘোড়ার বেশে খেলা করে অক্ষরের বনে
আজ হৃদয় রোপণ উৎসব
মাটি হয়ে শুয়ে থেকো বুক
সজল স্নিগ্ধ মাটি না হলে কি বাঁচবে হৃদিগাছ?
দ্যাখো তোমাকে সজল দিতে বাঁশি হাতে নিয়েছেন
রোগা কালো আদুল ঈশ্বর
সস্নেহ সুরটি পেতে ধরেছেন শেকড় তোমার
বেশ কিছু অভিনব।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনKhub sundor
উত্তরমুছুনঅসাধারণ। এই কবিতা হৃদয়ের ভিতর নিরবে এক বার্তা দিয়ে গেলো ।
উত্তরমুছুনখুব ভালো
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য
যে কবিতা হৃদয়ে গেঁথে থাকে
উত্তরমুছুনমন ছুঁয়ে থাকল।অন্যরকম উচ্চারণ।
উত্তরমুছুনআমরা কৃতজ্ঞ।
ঠিক যেন পটে আঁকা ছবি
উত্তরমুছুন--- তারকনাথ মুখোপাধ্যায়
খুব ভাল লাগল। তোমার কবিতায় শব্দচয়ন সবসময় মুগ্ধ করে।
উত্তরমুছুন-পৃথা চট্টোপাধ্যায়
দারুউউণ মহুয়া সমাদ্দার
উত্তরমুছুনভালো লাগল শ্যামশ্রী।
উত্তরমুছুনখুব সুন্দর চিত্রায়ন।ভালো লাগল।
উত্তরমুছুনpastoral কথাটার ঠিক বাঙলা হয় না, এই কবিতাটা সেই pastoral সুর ও ছবি। খুব ভালো লাগলো - অমিত চক্রবর্তী
উত্তরমুছুনহৃদয়ে রাখলাম। আজ "হৃদয়" রোপণ উৎসব, অনেকক্ষণ সময় লাগলো আত্মস্থ হতে।
উত্তরমুছুন