শ্যামশ্রী রায় কর্মকার

 

 


রেলস্টেশনে লেখা কবিতা

কার বাঁশি শুনে ট্রেন রোদ্দুরের সমারোহ ছেড়ে
ছান্দোগ্য দিনের দিকে যায়
সুগন্ধি গাছের ডাল ছলছল করে ওঠে নদীর পৈঠায়
বাতাস ঘোড়ার বেশে খেলা করে অক্ষরের বনে
আজ হৃদয় রোপণ উৎসব 
মাটি হয়ে শুয়ে থেকো বুক
সজল স্নিগ্ধ মাটি না হলে কি বাঁচবে হৃদিগাছ?
দ্যাখো তোমাকে সজল দিতে বাঁশি হাতে নিয়েছেন
রোগা কালো আদুল ঈশ্বর
সস্নেহ সুরটি পেতে ধরেছেন শেকড় তোমার




মন্তব্যসমূহ

  1. অসাধারণ। এই কবিতা হৃদয়ের ভিতর নিরবে এক বার্তা দিয়ে গেলো ।

    উত্তরমুছুন
  2. ভালো লাগলো।
    - রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন
  3. মন ছুঁয়ে থাকল।অন্যরকম উচ্চারণ।
    আমরা কৃতজ্ঞ।

    উত্তরমুছুন
  4. ঠিক যেন পটে আঁকা ছবি
    --- তারকনাথ মুখোপাধ্যায়

    উত্তরমুছুন
  5. খুব ভাল লাগল। তোমার কবিতায় শব্দচয়ন সবসময় মুগ্ধ করে।
    -পৃথা চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  6. দারুউউণ মহুয়া সমাদ্দার

    উত্তরমুছুন
  7. ভালো লাগল শ্যামশ্রী।

    উত্তরমুছুন
  8. খুব সুন্দর চিত্রায়ন।ভালো লাগল।

    উত্তরমুছুন
  9. pastoral কথাটার ঠিক বাঙলা হয় না, এই কবিতাটা সেই pastoral সুর ও ছবি। খুব ভালো লাগলো - অমিত চক্রবর্তী

    উত্তরমুছুন
  10. বিমল‌ গোস্বামী৫ জুন, ২০২৩ এ ৯:২৫ PM

    হৃদয়ে রাখলাম। আজ "হৃদয়" রোপণ উৎসব, অনেকক্ষণ সময় লাগলো আত্মস্থ হতে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য