অর্কজ্যোতি ভট্টাচার্য্য

 

 

বারিষনামা


১. 


একটানা সাতদিনের বৃষ্টির পর

সূর্য দেখা দিল

এই খুশিতে সারা শহরজুড়ে যখন

খুশির ফোয়ারা বয়ে যাচ্ছে

ঠিক সেই সময় আলিপুর আবহাওয়া দপ্তর 

ঘোষণা করল, বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত 

তৈরি হওয়ায় মৎসজীবিদের গভীর সমুদ্রে 

যেতে নিষেধ করা হচ্ছে।  


২. 


একটা ছাতা 

চারটে পা 

একটা খোলা ম্যানহোল 


এই নিয়ে লেখা হচ্ছে বর্ষার প্রেম 


৩. 


প্রতিটা বৃষ্টি ফোঁটা একটা করে নিন্দুকের হাসি

তুমি সারা গায়ে মেখে নিলে

আমি লিখে রাখব একশ আটটা প্রেমের কবিতা  


সব প্রশ্নের উত্তর খুঁজো না এখনই 

কিছুটা জমিয়ে রাখো পেছল উঠোনে  


শুধু মাটি জানে বৃষ্টিতে ভেজার আনন্দ




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য