কৌশিক চক্রবর্ত্তী

 

 

ভোরের চেহারা ও পদ্মফুলের অবিন্যস্ত পাপড়ি



ভোর হচ্ছে। কেটে গেল একটা গোটা রাত। রোজই রাত যায়, ভোর আসে। পূবের আকাশে ঠিক এমন করেই চকচক করে ওঠে রোদের প্রথম প্রমাণ। আজ আকাশের দিকে তাকিয়ে একমনে প্রত্যক্ষ করলাম প্রতিবিম্ব পরিবর্তনের প্রতিটি কোণ। এই চকচকে আকাশ এক প্রথাগত আশ্রয়। প্রতিটা ভোর কেমন অনায়াসে গিলে নেয় সহস্র নক্ষত্রের সাবলীল অস্তিত্ব।

আজ ধীরে ধীরে পরিবর্তন হতে দেখলাম নিজের চেহারা। দেখলাম অসংযত অন্ধকার কিভাবে ফিরিয়ে দেয় অঙ্গীকারবদ্ধ আকাশের পরিপাটি সাধের সংসার।

কিছু অন্ধকার সীমাবদ্ধ। ভোরের আলোর দিকে পাশ ফিরলে ধীরে ধীরে কার্যকরী হয় যাবতীয় শিলমোহর। সময়ে অসময়ে নিজের দিকে আরও একটা বিছানা প্রস্তুত করে বাড়িয়ে দিই হাত। রাত্রি নামে বিপর্যয়হীন। ভোরের চেহারা আর পদ্মফুলের অবিন্যস্ত পাপড়ির কথা আমি সবার আগে লিখি কবিতায়।




মন্তব্যসমূহ

  1. বেশ ভালো
    -- রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর
    পৃথা চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  3. বাহ্। একদম অন‍্যরকম একটা কবিতা 👌

    উত্তরমুছুন
  4. অসাধারণ একটি লেখা। সহজাত।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য