মৃণাল ঘোষের তোলা ছবি
বদলে গেল শহর আমার, বদলে গেল দেখার ধরন,
দায় বড় ওই রঙিন জামার, যায় না রোখা রক্তক্ষরণ।
আকাশ জুড়ে মেঘের মেলা, আজ হোক না সবাই আনমনা,
রাস্তার মাইল ফলক জানে, বেঁচে থাকাই সান্ত্বনা।
এখনও কি ভিজতে পারিস, যাস কি ছুটে
আগের মতো ?
নাকি জানলা দিয়ে বৃষ্টি ছুঁয়ে, নোনা জলে ঢাকিস ক্ষত ?
ক্লান্তি ঘেরা শব্দ খাতা, ছুটছে সবাই, যায় না থামা,বৃষ্টি নামুক চাঁদের ঘরে, লিখবো ভেবে বারিষনামা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন