সুস্মিতা গোস্বামী সরকার

 

 

তৃষা 

 

চেনা  গেছে  মদির মেঘের সবটুকু,হাড়ে  মজ্জায়।


ফোঁপড়া শূন্য সাঁতার আর গর্জন তর্জন..বৃষ্টি কতটুকু আর? 


 জানে সে যে চড়ে সেই যানে,অমিত আবেগে.. উড়াল অভিযানে! 


সামান্য শীতল  পেতে তবু পড়ে থাকে  অবুঝ প্রান্তর, মেলে দেয় হাভাতে অসুখ,পিপাসার  শুখা সরা খান!


 একটুকু জলে শুষে নেবে এক আজল আকন্ঠ পান! 


মেঘের গহন বেয়ে  পতন বিদ্যুৎ আর সামান্য  ছাঁটের উড়ালে  


ক্ষয়ে যায়, পুড়ে যায় রোজকার  সাথি,তাল সারি বন...মিতালি শেকড়!


তবুও আবার চাতক.. আবার ফটিক যেচে যাওয়া.......




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য