মঞ্জরী গোস্বামী
কলহান্তরিতা
১
এই সামান্য ছায়াটুকু তুমি চাইলেই দিতে পারো
কবে থেকে চেয়ে গেছি হিসেব রাখি না
মেসোজোয়িক নাকি সিনোজোয়িক....ছাড়ো
আপাতত শরীর ধারণ করো হেমলাইন, পারফিউম
মুঠোফোন গলে আসা নরম তাড়না....
২
একদিন সব ফেলে চুপ করে চলে যাব
জানি, এটুকু অভিমান যথেষ্ট নয় খিদের সংসারে
কচুরিপানার নীচে বেকুব পড়ে আছেন আমার অগ্রজ
এত যে হরিধ্বনি, স্মৃতিলেপ , পারলৌকিক
শূন্যে মিলিয়ে যায়....বলে যায় শূন্যতে বাঁধো
ঘরদোর, বিকিকিনি , আত্মশ্লাঘার শমীগাছ
সব নস্যাৎ ওই ফাটলের নয়নতারায়
অপূর্ব অপূর্ব
উত্তরমুছুনখুব খুব ভালো লাগলো
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য