কৌশিক দাস

 

 

ছেড়ে যাবার সময়


কাল শহর ছেড়ে চলে যাবো 


পাহাড়ে গিয়ে থাকবো কিছুদিন।

সমতলের নামগুলোর সঙ্গে ওদের 

নামের তেমন মিল নেই 


আমার মেয়ে সমতল আর পাহাড়ের

ভাষাকে এক মায়ের পেটের সন্তান ভাবে 


ও এখনো ছোটো : বার্লিনের পাঁচিল ও

এখনো দেখে নি।




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য