কৌশিক দাস
ছেড়ে যাবার সময়
কাল শহর ছেড়ে চলে যাবো
পাহাড়ে গিয়ে থাকবো কিছুদিন।
সমতলের নামগুলোর সঙ্গে ওদের
নামের তেমন মিল নেই
আমার মেয়ে সমতল আর পাহাড়ের
ভাষাকে এক মায়ের পেটের সন্তান ভাবে
ও এখনো ছোটো : বার্লিনের পাঁচিল ও
এখনো দেখে নি।
ছেড়ে যাবার সময়
কাল শহর ছেড়ে চলে যাবো
পাহাড়ে গিয়ে থাকবো কিছুদিন।
সমতলের নামগুলোর সঙ্গে ওদের
নামের তেমন মিল নেই
আমার মেয়ে সমতল আর পাহাড়ের
ভাষাকে এক মায়ের পেটের সন্তান ভাবে
ও এখনো ছোটো : বার্লিনের পাঁচিল ও
এখনো দেখে নি।
ছাপ রেখে যায়
উত্তরমুছুনশিশুর কাছে মুখ আর মুখোশের পার্থক্য নেই
উত্তরমুছুন