পৃথা চট্টোপাধ্যায়

 

জলজন্ম কথা



তুমি জানো,আমি জানি,শহরের আর কেউ জানে কি সেকথা ?
সোঁদাল নিবিড় জলে ডুবে যায় তিল,ঠোঁট সব কথকতা
ছুঁয়ে থাকে শরীরের নিরন্তর ভাপ যেন সাগরের ঢেউ
শ্রাবণের অগোছালো দিনে তোমাকেই কাছে চায় কেউ
টেনে রাখে মশারির খুঁট কোনো উর্বশীর চোখ
এ শহরে অলিখিত ঘোরে এক আশ্চর্য মুখোশ



পরম জলের টানে নেমে যাই দিকশূন্যহীন
চারিদিকে সাগরের লাল ঢেউ উথালি পাথাল ,
সূর্য ধোয়া আলো তবু মনে হয় সব অন্ধকার !
জলের ক্ষুধার্ত পোকা, কিলবিল করে ; নিঃশব্দ রাতের কাছে বন্ধক রেখেছে কথা শরীরের সব অহঙ্কার। স্তনবৃন্তে জেগে থাকে মিহিন মল্লার রাগ রাগিনীর সুখ...সাগরের দুধ ফেনা, গুহামুখে মুক্তো ঢেলে হারায় উন্মুখ ! বিমোহিত পঙক্তিমালা হাতে নিয়ে নির্বাক দাঁড়িয়ে থাকে নারী, বরসভা ভেঙে যায়, চলে যায় সভাসদ; তার চোখে জল জাদুকরী



কবিতা আসে না কাছে
চুপ করে বসে থাকি জলের কিনারে
শুধু মনে হয় এভাবেই সন্ধ্যা হোক
যুবতীর চক্রাকার শোক

আজ খুব ঝোড়ো হাওয়া
জীবন উদ্দাম
খুলে রাখি ব্যথা টানটান
অন্ধ করে দাও আজ
গভীর চোখের ওই ঘোর
শঙ্খচূড়ের রতি
জাপটে ধরেছে ফের মোহ
নিশিগন্ধা ফুটেছিল জানে
তুমুল শরীর তোলপাড়
জলজন্ম হোক বারবার






 

মন্তব্যসমূহ

  1. শরীরের নিরন্তর ভাপ, ব্যথা টানটান - এমন অনেক চমৎকারী ভাবনায় ভরা। ভালো লাগলো।
    - রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন
  2. পরম জলের টান। মায়ার টান। অপূর্ব!!

    উত্তরমুছুন
  3. সব কবিতাই ভালো লাগলো।

    রঞ্জনা বসু

    উত্তরমুছুন
  4. জলজন্ম হোক বারবার। চমৎকার তিনটি টুকরো।

    উত্তরমুছুন
  5. কী যে অসাধারণ প্রথম দুটি।

    - সুবিৎ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আন্তরিক শুভেচ্ছা জানাই। খুব খুশি হলাম। 😊🌿

      মুছুন
  6. কিছু কি লেখার বাকি রইল!
    শুধু চিৎসাঁতার ! আমি ঈশানী

    উত্তরমুছুন
  7. সুন্দর ৷কবি পৃথার কবিতা এক মাদকতায় ভরা ৷

    উত্তরমুছুন
  8. পৃথার কবিতা মায়ার টানে ভরা, এবারেও তার ব্যতিক্রম নেই। খুব ভালো লাগলো। - অমিত চক্রবর্তী

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. খুব খুশি হলাম আপনার মতামত জেনে। আন্তরিক ধন্যবাদ ও প্রীতি জানবেন। 🙏🌷

      মুছুন
  9. ১) সোঁদাল নিবিড় ---- কাছে চায় কেউ,
    ২) নিঃশব্দ রাতের কাছে --- জল জাদুকরী
    ৩) পুরো কবিতাটা আবৃত্তি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ওপরের মন্তব্য গুলো আমার,আমি, বিমল গোস্বামী।

      মুছুন
    2. খুব ভালো লাগল আপনার মতামত পেয়ে। আন্তরিক ধন্যবাদ জানাই। প্রীতি ও শুভেচ্ছা জানবেন 🙏🌿

      মুছুন
  10. খুব টেনে নিয়ে গেছে। বেশ আকর্ষণ আছে। ধন্যবাদ প্রিয় কবি।

    উত্তরমুছুন
  11. খুব সুন্দর সব লেখা।

    অরূপরতন হালদার।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য