শমিত মণ্ডল

 


 একটি যুদ্ধ-বিরোধী কবিতা 


মফস্বলী-গসিপের মতো জেগে আছে ধুলোমাটির পথ। এই পথ

তাকিয়ে আছে রোদজ্বলা আকাশের দিকে। কখনো বাঁশবাগানের 

ছায়া পড়েছে তার কোনো বাঁকে।  


মানুষ-জীবনের নিহিত সৌন্দর্যের কথা ভাবতে ভাবতে হাসিমুখে  চলেছে আমাদের সুহাস। ওকে চিনে রাখো--- সুহাস এখনও থাকে

পুবপাড়ায়।আর বেশিদিন তো সে ওখানে থাকবে না। এই পথ ডাক

দিয়েছে তাকে। আজ হয়তো নয়, কিন্তু অল্প দিনের মধ্যেই সে বেরিয়ে

পড়বে পথে।  শীতের মাঠে, রুক্ষ বাতাসে সে হাঁটবে একমনে।বন্ধ দোকানের বারান্দায় কুপির আলো জ্বেলে তাসুড়েরা খেলছে তাস। 

তাদের চোখেমুখে রাজ্যজয়ের বিকট উল্লাস। সুহাস তাদের দিকে

তাকিয়েও দেখবে না! অনন্তের পথ বন্ধুহীন। 


এক টুকরো বৃষ্টিমেঘ এখন সঙ্গী হলো তার। আর একটু এগোলেই

খেয়াঘাট।দ্রুত হাঁটছে আমাদের সুহাস।  


 পাখি ডাকছে।জেগে আছে তরুলতা।




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য