শীলা বিশ্বাস

 

 

শ্রাবণ শামিয়ানা


১ 


এই যে প্রেমের স্ফুটনাঙ্কে

অবিরাম বেজে চলেছে শ্রাবণ শামিয়ানা 


এই যে বালিশের নীচে

গুমরে থাকা স্বপ্ন শাদিয়ানা 


কীভাবে লিখি বলো তোমায় বৃষ্টি 


২ 


ঘুমন্ত তোমার মুখের কাছে

শ্রাবণের জল্লেখ, অভাব ঘরের খুদ 


লহু ও লোহা চুর বিছিয়ে রাখে

অনিদ্রিত বাষ্প বুদবুদ

কীভাবে লিখি বলো  তোমায় বৃষ্টি 


৩ 


জলের দাগ মুছে দিচ্ছে জল

স্মৃতির ভিতর জল পুড়ে যায় , পোড়ায় 


বৃষ্টি তবু অঝোর চঞ্চল

নিজেকে অনাবৃত করে এখন লিখতে বলো 


কীভাবে লিখি বলো  তোমায় বৃষ্টি 


৪ 


জলের দাগ বরাবর হেঁটে যাওয়া অতীত

খণ্ড দৃশ্যের ভিতর টুপ শব্দের চমক 


চায়ের কাপ,প্রত্নকেটলির ধোঁয়া ওঠা ভেজা বিকেল

ভুলের কদম,খোঁপার বৃষ্টিবিলাস, গমক 


কীভাবে লিখি বলো তোমায় বৃষ্টি 


৫ 


শ্রাবণ আর বৃষ্টি একটা ছাতার নীচে

ফুটে থাকে মিল্কি মাশরুম 


এই যে নৃত্যের হরিণ ও পাগল ঝোরা

জেগে ওঠে সবুজ পাতায় মনের হালুম 


এভাবেই লিখি বলো তোমায় বৃষ্টি 




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য