শীলা বিশ্বাস
শ্রাবণ শামিয়ানা
১
এই যে প্রেমের স্ফুটনাঙ্কে
অবিরাম বেজে চলেছে শ্রাবণ শামিয়ানা
এই যে বালিশের নীচে
গুমরে থাকা স্বপ্ন শাদিয়ানা
কীভাবে লিখি বলো তোমায় বৃষ্টি
২
ঘুমন্ত তোমার মুখের কাছে
শ্রাবণের জল্লেখ, অভাব ঘরের খুদ
লহু ও লোহা চুর বিছিয়ে রাখে
অনিদ্রিত বাষ্প বুদবুদ
কীভাবে লিখি বলো তোমায় বৃষ্টি
৩
জলের দাগ মুছে দিচ্ছে জল
স্মৃতির ভিতর জল পুড়ে যায় , পোড়ায়
বৃষ্টি তবু অঝোর চঞ্চল
নিজেকে অনাবৃত করে এখন লিখতে বলো
কীভাবে লিখি বলো তোমায় বৃষ্টি
৪
জলের দাগ বরাবর হেঁটে যাওয়া অতীত
খণ্ড দৃশ্যের ভিতর টুপ শব্দের চমক
চায়ের কাপ,প্রত্নকেটলির ধোঁয়া ওঠা ভেজা বিকেল
ভুলের কদম,খোঁপার বৃষ্টিবিলাস, গমক
কীভাবে লিখি বলো তোমায় বৃষ্টি
৫
শ্রাবণ আর বৃষ্টি একটা ছাতার নীচে
ফুটে থাকে মিল্কি মাশরুম
এই যে নৃত্যের হরিণ ও পাগল ঝোরা
জেগে ওঠে সবুজ পাতায় মনের হালুম
এভাবেই লিখি বলো তোমায় বৃষ্টি
ভালো লাগলো।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য
ধন্যবাদ বন্ধু
উত্তরমুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুন