মীরা মুখোপাধ্যায়

 

 

বাতিঘর

  

অবাক হলাম জেনে সমুদ্রশহর চট্টগ্রামেও

বাতিঘর আছে,যার আলো এসে পড়েছে এখানে।

আগে এরকম হলে মানুষে মানুষে 

মিতে কিংবা বকুল পাতাতো অথবা চোখের বালি...

স্মার্ট এডিটর,ভেবেছো কখনও কিছু !

পাঠিয়েছো কোনদিন আমাদের  বাংলার

কবোষ্ণ, কোনো লেখা তাকে !

যার বাতিঘর থেকে আলো,সমুদ্রের ফসফরাস ও

নোনা হাওয়া পার করে

স্পর্শ করছে এপার বাংলাকে




মন্তব্যসমূহ

  1. বাহ, চমৎকার।
    - রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন
  2. "স্মার্ট এডিটর" মনে রাখলাম 💗

    উত্তরমুছুন
  3. কী অপূর্ব ভাবনায় মিলিয়ে দিলেন...খুব ভালো লাগল দিদি
    পৃথা চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  4. একদম আনকোরা নতুন স্টাইল দিদি।

    - সুবিৎ

    উত্তরমুছুন
  5. ভালো লাগলো।

    রঞ্জনা বসু

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য