নূপুর গোস্বামী

 

 

টিকটিকি ও.. 


শেষরাতে  খামার বাড়িতে বৃষ্টি  হলো প্রচন্ড শব্দে। 

আমার নিস্তব্ধ ঘরে দুটি টিকটিকি 

দুবার  ডেকেই 

হাঁপিয়ে দেওয়াল বেয়ে সরসর 

এগিয়ে চুপ।   ওরা জানে

এ ঘরে একটি ক্ষীন- কায়া মেয়ে থাকে। 

সে ওদের গৃহস্থালি ও প্রেম  

সম্পর্কে  টুকটাক লেখে এবং

ছন্দ উপমা যমক সহ গীতবিতানের প্রিয় কয়েকটি শব্দের শৃঙ্খল নিয়ে ও!  


গতকাল গোধূলি লগ্ন থেকে আদুরী টিয়াপাখি চেয়েছি

কীর্ণপাখির বাসায় ডিমে তা

দেবে বলে!  এ কারণে আমার প্রেমিক বিষন্ন।

ও চায় সমস্ত জীবনভর 

আমি একটি জলজ্যান্ত  কবিতা সমগ্র হয়ে ভিন্ন স্বরগ্রামে রচিত হই

ভিন্ন ঋতুভেদে সকলের মুখোমুখি দাঁড়াই ।




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য