রাজদীপ ভট্টাচার্য

 


কৃষি ও শিল্প


কৃষি আমাদের বর্তমান 

শিল্প আমাদের ভবিষ্যৎ 

তুমি আলের উপর দিয়ে 

পাখির মতো দুটি হাত 

দু'পাশে মেলে দিয়ে হাঁটছ, 

অনভ্যাসবশত দৌড়তে পারছ না, 

অথচ লকলকে সবুজ ধানের ডগারা 

তোমাকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে

আমরা আপাতত কৃষিকাজে আছি

এভাবেই উড়তে উড়তে একদিন 

ধান পেকে হলুদ হয়ে যায় 

পাঁজা পাঁজা ধানের আঁটি

ভেসে চলে যায় ধানকলের দিকে

তারপর আমি দূর থেকে দেখি

চিমনির গলগলে ধোঁয়া 

দেখি তোমার দূরগামী এরোপ্লেন 

তখন আমরা মেসেঞ্জারে কথা বলি

কৃষি আমাদের বর্তমান

শিল্প আমাদের ভবিষ্যৎ 

তখনও তুমি সোনালী ছবি আঁকো

আমি পেরেক ঠুকে দেওয়ালে টাঙাই

কৃষকের লোহু ধানে দুধ আনে 

নিজের বুকে নিজেই পেরেক ঠুকি

ঠকঠক ঠকঠক করে শব্দ হয়




 

মন্তব্যসমূহ

  1. একদম অন্যরকম লেখা।আঙ্গিকটি মুগ্ধ করেছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক অনেক ধন্যবাদ।
      - রাজদীপ ভট্টাচার্য

      মুছুন
  2. খুব ভালো লাগল
    --- তারকদা

    উত্তরমুছুন
  3. কী ভালো লিখেছো রাজদীপ। অনেক অনেক ভালোবাসা ❤️❤️ — হরিৎদা

    উত্তরমুছুন
  4. উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ। আপনার নাম জানা হল না।
      - রাজদীপ ভট্টাচার্য

      মুছুন
  5. সম্পূর্ণ নতুন ধরনের ভাবনা। খুব ভালো লাগল।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ। আপনার নাম জানা হল না।

      মুছুন
  6. অসাধারণ সাবলীল স্বকীয় অনুভব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আন্তরিক শুভেচ্ছা জানবেন। আপনার নাম জানা হল না।
      - রাজদীপ

      মুছুন
  7. 'তুমি আলের উপর দুটি হাত মেলে চলেছো... 'অপূর্ব চিত্রকল্প খুব সুন্দর কবিতার বিষয় ভাবনা 💚💙🍁

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক অনেক ধন্যবাদ। উৎসাহ পেলাম। তবে নাম জানা হল না।
      - রাজদীপ

      মুছুন
  8. অদ্ভুত! ভবিষ্যতের কল্পনা সার। বাস্তব বর্তমান। কবিতা কঠিন কথাও বলে!

    অনিন্দিতাদি

    উত্তরমুছুন
  9. চমৎকার লাগল।

    উত্তরমুছুন
  10. অসম্ভব ভালো কবিতা

    উত্তরমুছুন
  11. তোমার লেখা খুব লাগল। অন্তিম পঙক্তিটি কবিতাটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিল।

    উত্তরমুছুন
  12. আমার তো বেশ ভালো লাগল রাজদীপ। বিশেষ করে একরকমভাবে শুরু করে তারপর একটা সুন্দর জায়গায় পৌঁছে দিলে। দেবাশিস ঘোষ

    উত্তরমুছুন
  13. আমিনুল ইসলাম৩০ মে, ২০২৩ এ ৭:২৬ PM

    অভূতপূর্ব কবিতা 💚

    উত্তরমুছুন
  14. বিমল গোস্বামী৫ জুন, ২০২৩ এ ৯:১৫ PM

    চাষীভাই মানুষ আমি, পড়াশোনায়। একটু বেশিই আশা নিয়ে পড়েছি। তবে অন্য আঙ্গিকে আপনার লেখার মতই। পৃথিবীর নানা দেশে এখন কৃষিই শিল্প। এখন দেশে ও এর আশেপাশের দেশে এর জোর প্রস্তুতি চলছে।

    উত্তরমুছুন
  15. বিমল গোস্বামী৫ জুন, ২০২৩ এ ৯:১৯ PM

    আগের মন্তব্যে, এখন যে দেশে এসেছি, সেখানে ও তার আশপাশের দেশ গুলোতে কৃষিকে চূড়ান্ত শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য