রাজদীপ ভট্টাচার্য
কৃষি ও শিল্প
কৃষি আমাদের বর্তমান
শিল্প আমাদের ভবিষ্যৎ
তুমি আলের উপর দিয়ে
পাখির মতো দুটি হাত
দু'পাশে মেলে দিয়ে হাঁটছ,
অনভ্যাসবশত দৌড়তে পারছ না,
অথচ লকলকে সবুজ ধানের ডগারা
তোমাকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে
আমরা আপাতত কৃষিকাজে আছি
এভাবেই উড়তে উড়তে একদিন
ধান পেকে হলুদ হয়ে যায়
পাঁজা পাঁজা ধানের আঁটি
ভেসে চলে যায় ধানকলের দিকে
তারপর আমি দূর থেকে দেখি
চিমনির গলগলে ধোঁয়া
দেখি তোমার দূরগামী এরোপ্লেন
তখন আমরা মেসেঞ্জারে কথা বলি
কৃষি আমাদের বর্তমান
শিল্প আমাদের ভবিষ্যৎ
তখনও তুমি সোনালী ছবি আঁকো
আমি পেরেক ঠুকে দেওয়ালে টাঙাই
কৃষকের লোহু ধানে দুধ আনে
নিজের বুকে নিজেই পেরেক ঠুকি
ঠকঠক ঠকঠক করে শব্দ হয়
একদম অন্যরকম লেখা।আঙ্গিকটি মুগ্ধ করেছে
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ।
মুছুন- রাজদীপ ভট্টাচার্য
খুব ভালো লাগল
উত্তরমুছুন--- তারকদা
ভালবাসা জেনো।
মুছুন- রাজদীপ
কী ভালো লিখেছো রাজদীপ। অনেক অনেক ভালোবাসা ❤️❤️ — হরিৎদা
উত্তরমুছুনথ্যাঙ্কিউ দাদা 😊♥️
মুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ। আপনার নাম জানা হল না।
মুছুন- রাজদীপ ভট্টাচার্য
সম্পূর্ণ নতুন ধরনের ভাবনা। খুব ভালো লাগল।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ। আপনার নাম জানা হল না।
মুছুনঅসাধারণ সাবলীল স্বকীয় অনুভব
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা জানবেন। আপনার নাম জানা হল না।
মুছুন- রাজদীপ
'তুমি আলের উপর দুটি হাত মেলে চলেছো... 'অপূর্ব চিত্রকল্প খুব সুন্দর কবিতার বিষয় ভাবনা 💚💙🍁
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ। উৎসাহ পেলাম। তবে নাম জানা হল না।
মুছুন- রাজদীপ
অদ্ভুত! ভবিষ্যতের কল্পনা সার। বাস্তব বর্তমান। কবিতা কঠিন কথাও বলে!
উত্তরমুছুনঅনিন্দিতাদি
ধন্যবাদ দিদি
মুছুনচমৎকার লাগল।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ জানাই
মুছুনঅসম্ভব ভালো কবিতা
উত্তরমুছুনশুভেচ্ছা জানবেন
মুছুনতোমার লেখা খুব লাগল। অন্তিম পঙক্তিটি কবিতাটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিল।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ জানাই
মুছুনআমার তো বেশ ভালো লাগল রাজদীপ। বিশেষ করে একরকমভাবে শুরু করে তারপর একটা সুন্দর জায়গায় পৌঁছে দিলে। দেবাশিস ঘোষ
উত্তরমুছুনথ্যাংকিউ দাদা
মুছুনঅভূতপূর্ব কবিতা 💚
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ আমিনুল ভাই
মুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুনচাষীভাই মানুষ আমি, পড়াশোনায়। একটু বেশিই আশা নিয়ে পড়েছি। তবে অন্য আঙ্গিকে আপনার লেখার মতই। পৃথিবীর নানা দেশে এখন কৃষিই শিল্প। এখন দেশে ও এর আশেপাশের দেশে এর জোর প্রস্তুতি চলছে।
উত্তরমুছুনআগের মন্তব্যে, এখন যে দেশে এসেছি, সেখানে ও তার আশপাশের দেশ গুলোতে কৃষিকে চূড়ান্ত শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
উত্তরমুছুন