তানিয়া ব্যানার্জী
বৃষ্টি
মুখ গুঁজে বলি বোতাম গুলোর কানে,
এত যে মাখিস ! তখন কোথায় বল!
ভাদর মেঘে গুমোট ছড়ায় যখন,
ছিটকে পালায় অলকানন্দা জল।
নাকের সাথে সতীনপনা যত!
চোখের সাথে পাথর কুচির ছল।
চিবুক ভেজে নোনতা অথৈ বানে,
সাইনবোর্ডে জল শূন্য কল।
শ্রাবণ ঘরেও ছিটকিনিতে জোর,
বজ্র আঁটে ফস্কা গেরো চোখ,
কাঠ বেড়েছে কয়েক ঝোড়োরাতে,
আয়ান আলীর দরবারিতে ভোর।
এত'র পরেও ভাদর ভাসে জলে,
থৈ থৈ ঘর কেবল জলোচ্ছ্বাস,
শ্রাবণ মানেই বৃষ্টি উপকথা,
শুকনো শাড়ি ভেজা অন্তরবাস
বাহ্ বেশ ভালো লিখেছেন।
উত্তরমুছুনধন্যবাদ অমিতাভ দা😊🙏
মুছুনআরো কিছুর অপেক্ষায় থাকলাম। খুব ভালো।
উত্তরমুছুনধন্যবাদ, কিন্তু আপনি কে বলবেন প্লীজ! 😊🙏
মুছুনঅপূর্ব লিখলেন কবি/শিল্পী...
উত্তরমুছুনধন্যবাদ নেবেন
মুছুনভালো লাগলো
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য
ধন্যবাদ নেবেন😊
মুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুনধন্যবাদ নেবেন 🙏
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুন