তানিয়া ব্যানার্জী

 

 

বৃষ্টি


মুখ গুঁজে বলি বোতাম গুলোর কানে,

এত যে মাখিস ! তখন কোথায় বল!

ভাদর মেঘে গুমোট ছড়ায় যখন, 

ছিটকে পালায় অলকানন্দা জল। 


নাকের সাথে সতীনপনা যত!

চোখের সাথে পাথর কুচির ছল।

চিবুক ভেজে নোনতা অথৈ বানে,

সাইনবোর্ডে জল শূন্য কল। 


শ্রাবণ ঘরেও ছিটকিনিতে জোর, 

বজ্র আঁটে ফস্কা গেরো চোখ,

কাঠ বেড়েছে কয়েক ঝোড়োরাতে,

আয়ান আলীর দরবারিতে ভোর। 


এত'র পরেও ভাদর ভাসে জলে,

থৈ থৈ ঘর কেবল জলোচ্ছ্বাস, 

শ্রাবণ মানেই বৃষ্টি উপকথা,

শুকনো শাড়ি ভেজা অন্তরবাস




মন্তব্যসমূহ

  1. আরো কিছুর অপেক্ষায় থাকলাম। খুব ভালো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ, কিন্তু আপনি কে বলবেন প্লীজ! 😊🙏

      মুছুন
  2. অপূর্ব লিখলেন কবি/শিল্পী...

    উত্তরমুছুন
  3. ভালো লাগলো
    - রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন
  4. ধন্যবাদ নেবেন 🙏

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য