মৌসুমী রায়
সুপারনোভা
আমাকে বাবা প্রথম আকাশ দেখতে শিখিয়েছিল।
আমার নরম হাতটা শক্ত করে বাবার পোক্ত হাতে ধরা থাকতো।
পিছলে পড়বার কোন অবকাশ ছিলোনা। শুকতারা,ধ্রুবতারা,সপ্তর্ষিমন্ডল।
স্ট্রীটলাইটের মিটমিটে আলোয় তখন তারাদের সকলকে আলাদা ভাবে চেনা যেতো।
এখন আমার আকাশের পরিধি অনেক বড় হলেও বাবার দুর্বল হাত থরথর করে কাঁপে।
বয়সের সঙ্গে খানাখন্দ বেড়েছে পাল্লা দিয়ে।
চলতে গেলেই পিছলে যাই বারেবারে।
রাস্তার ঝলমলে আলোয় আকাশটা নিকষ অন্ধকার।
তারারা হারিয়ে গেছে রূপকথার মত।
এমন কোন মানুষ আর নেই যার হাত ধরে আকাশের নীচে চোখ বুজে হেঁটে যেতে পারি।
সেদিনের আকাশটাও আসলে হয়তো নেই।
হয়তো বা তারারাও...
চোখে জল এল দিদি, খুব সুন্দর
উত্তরমুছুনখুব ভালো অনুভব
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য
খুব সুন্দর মৌসুমী
উত্তরমুছুনVition vition sundor
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুন