মৌসুমী রায়

 

 


সুপারনোভা


আমাকে বাবা প্রথম আকাশ দেখতে শিখিয়েছিল।

আমার নরম হাতটা শক্ত করে বাবার পোক্ত হাতে ধরা থাকতো।

পিছলে পড়বার কোন অবকাশ ছিলোনা। শুকতারা,ধ্রুবতারা,সপ্তর্ষিমন্ডল।

স্ট্রীটলাইটের মিটমিটে আলোয় তখন তারাদের সকলকে আলাদা ভাবে চেনা যেতো।

এখন আমার আকাশের পরিধি অনেক বড় হলেও বাবার দুর্বল হাত থরথর করে কাঁপে। 

বয়সের সঙ্গে খানাখন্দ বেড়েছে পাল্লা দিয়ে। 

চলতে গেলেই পিছলে যাই বারেবারে।

রাস্তার ঝলমলে আলোয় আকাশটা নিকষ অন্ধকার।

তারারা হারিয়ে গেছে রূপকথার মত।

এমন কোন মানুষ আর নেই যার হাত ধরে আকাশের নীচে চোখ বুজে হেঁটে যেতে পারি।

সেদিনের আকাশটাও আসলে হয়তো নেই।

হয়তো বা তারারাও...




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য