ভাস্কর গুপ্ত

 


 দুটি প্যান্টুম


৷৷ ১।। 


যে ডেকেছে নদীর ওপাশে

সে তো ডাকে মূক ইশারাতে

জ্যোৎস্না খেলছে এইপাশে

ঐ পাড়ে যাব তার সাথে।


সে তো ডাকে মূক ইশারাতে

শুধু যার স্বপ্নে যাওয়া আসা

ঐ পাড়ে যাব তার সাথে

চোখ ছুঁয়ে থাক ভালোবাসা।


শুধু যার স্বপ্নে যাওয়া আসা

সে থাকুক ঘুমের গভীরে

চোখ ছুঁয়ে থাক ভালোবাসা

বৃষ্টি হবে আলো মেঘ ছিঁড়ে।


সে থাকুক ঘুমের গভীরে

জাগরণ কেড়ে নেবে তাকে

বৃষ্টি হবে আলো মেঘ ছিঁড়ে

স্বপ্ন মেখে যাব তার ডাকে।



৷।২।। 


ডাক দিলে প্রিয় ডাকনামে

ভুল রঙে এঁকেছ কী ছবি?

ঝরাপাতা দেব তাই হাতে

গোপনে থাকুক বাকি সবই।


ভুল রঙে এঁকেছ কী ছবি?

সেই  ছায়া ভোরের আকাশে

গোপনে থাকুক বাকি সবই

গান ভাসে মেঘলা বাতাসে।


সেই ছায়া ভোরের আকাশে

তারই রঙ মেঘ  মাখে গায়

গান ভাসে মেঘলা বাতাসে

সুর হারা সুর খুঁজে পায়।


তারই রঙ মেঘ মাখে গায়

সেও  পায় জলের ঠিকানা

সুরহারা সুর খুঁজে পায়

গোপন ব্যথারা পায় ডানা।




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য