সুবিৎ বন্দ্যোপাধ্যায়

 

 

বিপ্লব বাড়ি আছ !  


ধর তোমাকে একটা ম্যাপ দেওয়া হল আর এমন একটা জায়গা দেখাতে বলা হল যা সেই ম্যাপের বাইরে। 


কী করবে?

মাথার চুল ছিঁড়তে বসবে ,  একটা একটা করে ? 


তুমি বড় এলাকার একটা ম্যাপ চাইতে পার,  

একে বলে করুণা ভিক্ষা। 


বা নিজেই এঁকে নিতে পার প্রয়োজনীয় বাড়তি আংশ।

এই প্রয়োজনীয় বাড়তি আংশ এঁকে নেওয়াকেই বলে

... ' বিপ্লব '!  


" বিপ্লব দীর্ঘজীবি হোক "! 

                    যদিও সে আর বেঁচে নেই।  


অনেকটা " লং লিভ দা কিং "! 

               অ্যান্ড কিং ইস নো মোর এর মত।




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য