নীপবীথি ‌ভৌমিক

 

 

জলে ভেজা কবিতা



যেখানে আলো জ্বলে ওঠে সেদিকে কি গিয়েছ কখনো? 


  আঁধার কেটে যায়, দরজা খুলে যায় গাছে গাছে 


    জোনাকিরা চিঠি লিখেছিল একদিন।  


   দীর্ঘ পাতা জুড়ে লেখাছিল তাতে আমাদের      যৌথ যাপনের গল্প 


কথা কেটে যায় এভাবে। দূরভাষে কি কেউ

মায়া - গান বেঁধে রেখেছে?  


        কেন যে স্পর্শ বেঁধেছি হাতে অদৃশ্য টানে... 


হঠাৎ নিভে যায় আলো। জ্বলে ওঠে চারদিক,



নিষিদ্ধ প্রেম শেষ হয়ে গেলে 

হৃদয়ের স্যাক্সোফোনে বেজে ওঠে ভালবাসার বৈষ্ণবী ধুন।




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য