নীপবীথি ভৌমিক
জলে ভেজা কবিতা
যেখানে আলো জ্বলে ওঠে সেদিকে কি গিয়েছ কখনো?
আঁধার কেটে যায়, দরজা খুলে যায় গাছে গাছে
জোনাকিরা চিঠি লিখেছিল একদিন।
দীর্ঘ পাতা জুড়ে লেখাছিল তাতে আমাদের যৌথ যাপনের গল্প
কথা কেটে যায় এভাবে। দূরভাষে কি কেউ
মায়া - গান বেঁধে রেখেছে?
কেন যে স্পর্শ বেঁধেছি হাতে অদৃশ্য টানে...
হঠাৎ নিভে যায় আলো। জ্বলে ওঠে চারদিক,
নিষিদ্ধ প্রেম শেষ হয়ে গেলে
হৃদয়ের স্যাক্সোফোনে বেজে ওঠে ভালবাসার বৈষ্ণবী ধুন।
দীর্ঘ পাতায় যাপনের মায়াগান
উত্তরমুছুনখুব খুব সুন্দর
উত্তরমুছুন