নীলম সামন্ত
ভরা শ্রাবণ
কথা ছিল বৃষ্টি হবে পাঁচদিন৷ আজ সাতে পড়ল। বৃষ্টির সাথে ঝড় বেড়েছে৷ বিদ্যুৎ চমকাচ্ছে৷ ঝড় হলে আমার ভয় করে। কি জানি আবার কোথায় কার ঘর ভাঙে। দুদিন ধরে দেখছি একটা গেছো ইঁদুর ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। সকালের দিকে পাখিরা ঢুকে পড়ে৷ প্রজাপতি, মৌমাছি, ফড়িং কেউ বাদ যায় না৷ এসব দেখলে নিজেকেই জিজ্ঞেস করতে ইচ্ছে করে "এই তোর নাম কি রে?"
আমার সঠিক কোন নাম নেই৷ যে যা নামে ডাকে৷ কখনোওবা আমি নিজেই বদলে নিই কাজের ফাঁকে৷ আজকাল সেটাও হয় না৷ বর্ষাকাল। কাজও কম। তবে কাজ কোনদিনই কম হয়না। জমা হয়। যেমন লন্ড্রি ব্যাগ কাপড়ে ডাঁই হয়ে যাচ্ছে। প্রতিটা টবের মাটি ধুয়ে পাইপের মুখে আটকে আছে৷ এই সব দেখলে ভয়ানক অসুখ করে চোখ দুটোতে।
'বৃষ্টি' কথাটাই একটা চরম অসুখের নাম। অথচ স্রষ্টাদের এই ঋতুতেই হাত খোলে৷ কবিরা লিখে ফেলেন শ্রেষ্ঠ কবিতার সিরিজ৷ গল্পকাররা কত যে প্রেমের জন্ম দেন৷ আমি অপেক্ষা করে থাকি একটা কদমফুলের৷
গতকাল ইতিহাসের সামনে হঠাৎ চেয়ে বসলাম একটা ভরা কদম। সে শোনালো রাসের মেলা। দেখালো কদমে সাজানো পাখি। পাখির কথা বলতে গিয়ে তার চোখ দুটো আকাশ হয়ে যায়৷ একদিন এই চোখে জানালা এঁকেছিলাম।
এসব কিছুই না, টিকে থাকার গল্প মাত্র৷ এর কাছে ওর কাছে যতটুকু বেঁচে নেওয়া যায়। জীবনে আর আছেই বা কি। যেটুকু পথ সেটুকুই বিকাশ।
উফ কি যে হয়না আমার! চাইলাম বর্ষার গল্প আর একথা ওকথায় জীবনে এসে গেলাম। আচ্ছা জীবন ছাড়া কি গল্প হয়? তাহলে এই সব কথাবলা ভুল নয়। যেখানে জীবন সেখানেই প্রেম। প্রেম মানেই টইটম্বুর বর্ষা৷ প্রেম মানেই খোলা আকাশ সাথে বানভাসি নদী ও একটি মাত্র পাখি।
ঠাকুমা ঠিকই বলতেন "ভরা শ্রাবণ"।
আহা-- যেখানে জীবন সেখানেই প্রেম👌👌 সার কথা। বিশ্বাস করি। সেই প্রেমের মাধুর্য নিয়েই তো আমাদের বেঁচে থাকা।
উত্তরমুছুনখুব ভালো লিখেছিস। সহজ সরল অথচ অমোঘ টান। কোথায় যেন দৃশ্য তৈরি হল "ভরা শ্রাবণ" এর। আরও লেখ,আমরা অপেক্ষায় ❤️
উত্তরমুছুন