সৌম্যজিৎ আচার্য
তরুণ কবির প্রতি কিছু কথা
বসন্তের দিনগুলিতে এক একটা দুপুরে
তুমি এক একরকম কথা শুনবেচ
একদিন শুনবে প্রচুর ভীড়ে
তোমাকে পুরস্কার দেবে সরকার
কী পুরস্কার?
পোস্টম্যানকে ফোন করবে।
সে বলবে, আমি একটা জঙ্গলে ঢুকে বসে আছি বিশ বছর
এখানে গাছের গায়ে হাজার হাজার
চিঠি উড়িয়ে দিয়েছে কেউ
দাঁড়ান, আগে সবকটা চিঠি তুলি
তারপর বলতে পারব
দপ্তরে ফোন করবে
রিসেপশনিস্ট বলবে,
জানেন, আপনার নামে আমার একটা বিড়াল ছিল
আর নেই
পারবেন, ওর মতো একবার মিউ করে উঠতে...
এরপর সচিবকে ফোন করার পালা
ওনার ফোন বিজি থাকবে
তবে ওর এটেডেন্ট তোমাকে জানাবে,
এ জীবন বারবার, দূর কোন জাহাজের ডাক...
জাহাজের খোঁজে তুমি চলে যেও ডকে
যে ডক ফুলের পাপড়ির মত ভেসে আছে জলে
নাম খুলে, পদবি খুলে, আলো খুলে
আতিশয্য খুলে
সবাই যেখান থেকে উঠে যাচ্ছে জাহাজে
এতদূর এসে,
তুমি নাহয়, তাদের নোঙ্গর তুলে দিলে...
অপূর্ব। আমার প্রিয় কবির কবিতা
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনকবিতার গন্ধ পেতে হলে, কবিতা কে জানতে হলে,কবিতাকে ভালো বাসতে হলে যে কবিতা পড়তে হয়, সম্পূর্ণ ভিন্ন ধারার স্বাদ পেতে, যাঁর কবিতা পড়তে হয় তিনি কবি সৌম্যজিত আচার্য। পেলব, মসৃন কবিতার অধিকারী। আমার all time favourite..
উত্তরমুছুনতানিয়া ব্যানার্জী
ধন্যবাদ
মুছুনআপনার কলমকে শ্রদ্ধা জানাই
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনকবিতাটা পড়ে কবির প্রেমে পড়ে গেলাম। কুর্ণিশ জানাই তার ভাবনা কলমকে।
উত্তরমুছুন--- তারকনাথ মুখোপাধ্যায়
ধন্যবাদ
মুছুনএই না হলে কবিতা! 🙏
উত্তরমুছুন- সুবিৎ