মৃণালেন্দু দাশ
শঙ্খ লাগা
আকন্দ পাতার নিচে বৃষ্টি
জল ছুঁই ছুঁই ডাঙা ,ঘাড় কাত করে
দেখি , দাঁড়াশের শঙ্খ মুদ্রা ---
আমারও ইচ্ছে তোমাকে জড়িয়ে ধরি
পারিনা , একটা ভয় হাত চেপে ধরে --
হাওয়ায় ভাঙে শীষ , গান উড়ে যায়
রাত্রি অনেক, মেঘের বড্ড দাপট --- তোমাকে আজ
দেখাবই , শঙ্খ লাগা কায়দা কানুন
দেখো, তারপর
নিশ্চিন্তে পার হয়ে যাচ্ছো সাতসমুদ্র তেরো নদী ।
খুব ভাল লাগলো
উত্তরমুছুনসুন্দর কবিতা 🙏
উত্তরমুছুন