কুশল মৈত্র

 

 

অচেনা জ্যোৎস্নার স্বর


ভিতরখানি ক্রমশ ভেঙে চলেছে 

মাঝবয়সী লুকোচুরি      নিষিদ্ধ চাঁদ 

সুদূরে মায়াবী আলো 

গড়িয়ে পড়ছে       বেলাশেষের রোদ 


শূন্যে ভাসমান      নির্জনে একা 

বিষাদ, বিহ্বল      উন্মাদ চারিদিক

ছায়াময় দুঃস্বপ্নের অবসাদ! 


মৃত গোধূলি প্রত্নস্মৃতি অবেলা - 

সব ভুলের অঙ্ক কষা হয়নি এখনও 


আদিগন্ত অন্তহীন রোদ 

কুহক মোমবাতি জ্বেলে প্রিয় মুখ 

অপেক্ষা, শুধুই অপেক্ষা 


অরণ্যের গভীরে যে জ্যোৎস্না 

তা শুধু রয়ে যায় অচেনা - 


বর্ণহীন শোক এ প্রান্ত থেকে ও প্রান্তে 

সাদা বকেরা নগ্ন ছায়ার মুখোমুখি 


আয়নার প্রতিবিম্বে বেলা পড়ে থাকে 

শুধু ছায়া - সে ও আমি!




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য