অদিতি বসুরায়

 

   


রুটি 


আজকাল রাতে, একটা রুটির স্বপ্ন দেখি 

- একটা পোড়া কলঙ্কময় রুটি 

তার চেরা পেটে জননীচিহ্ন, ইতস্তত মিথ্যে এবং 

সামান্য ভেপে ওঠা পাপ 

- সব মিলিয়ে ভারি সুস্বাদু!

মিঠে আঁচে, সে তাওয়ার গরমে যখন পড়ে

পাড়াময় সুগন্ধ ভাসে -!

বাতাসে 


ব্যঞ্জনহীন ওই রুটির জন্য,

আমি লম্বা পথ হাঁটি 

অতর্কিতে আগুনের দেখা পেয়ে,

রাধাগন্ধ নামে অঙ্গ বেয়ে। 


আটা মাখার আগেই, 

চুল্লিটিকে আলিঙ্গনের ইচ্ছে যায় 

- মাতামহীদের কিতাব খুলে দেখি, 

প্রতিটি খিদের পাশেই একটা সিকি কিংবা আধপোড়া

হাতে গড়া রুটি দাঁড়িয়ে থাকে।




মন্তব্যসমূহ

  1. খুব ভালো লাগলো। কবিকে শুভেচ্ছা।
    - রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন
  2. বেশ ভালো কবিতা। খুব ভালো লেগেছে।
    --অমিতাভ দাস ।

    উত্তরমুছুন
  3. গভীর ব্যঞ্জনাময়। কবিকে শ্রদ্ধা জানাই

    উত্তরমুছুন
  4. এক অসাধারণ কবিতা। বিমুগ্ধ।

    উত্তরমুছুন
  5. সমাজচেতনার সঙ্গে নারীভাবনার সুচারু
    মেলবন্ধন ঘটেছে।--- শমিত মণ্ডল

    উত্তরমুছুন
  6. বাঃ খুব ব‍্যঞ্জনাময়

    উত্তরমুছুন
  7. লেখাটির ব্যাঞ্জনা অভিভূত করে।

    উত্তরমুছুন
  8. ভালো লাগল খুব
    --- তারকনাথ

    উত্তরমুছুন
  9. খুব ভাল লেখা।
    পৃথা চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  10. কবিতাটা আমার এতটাই ভালো লেগেছে যে এটা নিয়ে আমি একটা আলোচনা শিখেছি আমার ফেসবুক টাইমলাইনে। বেশ কয়েকজন পড়ে মন্তব্যও লিখেছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য