সজ্জ্বল দত্ত 

 

 

উত্তরাধুনিক...


কুয়াশা সরিয়ে রৌদ্র মাখিয়ে 

মেঘমাখা ঠোঁট আলোয় ভাসিয়ে 

তোমাকে আঁকবো । - দোলাচলে দুলি 

চিবুক পেরিয়ে আরো নীচে তুলি 

গলায় ছোট্ট তিল , কী অর্থ ? 

হয়ত সুরেলা ক্লাসিক হয়ত । 

স্পর্শ নামছে , ও: রে বৃন্ত ! 

ত্রিকাল স্তব্ধ ইলোরাশিল্প ! 

ঠাটের তীব্র মধ্যমে তুমি 

ঈষৎবক্র সমতলভূমি 

ঝালায় ' বাহার ' নাভির বিন্দু 

সভ্যতা ফেলে ছুটছে সিন্ধু । 

কখন পথে যে সাজানো তোরণ 

রঙের আঁচড়ে স্বর্গগোপন ! 

অবাধ ভ্রমণ উরুর সন্ধি 

শিল্পীকথন - জবানবন্দী : 

অনন্ত এই ' তুমি 'র সফর 

প্রস্তর.. থেকে সভ্যযাপন 

ছবি তোলপাড় ফ্রেমের দোলনে 

রক্ত.. রক্ত.. পতনধারণে 

ভেতর ফুটছে দু'চোখ জ্বলছে 

ঠোঁটে জিভে শুষে হৃদয় উপচে 

তোমাকে আঁকবো 


                     --- আগাম দেবো ?




মন্তব্যসমূহ

  1. দারুণ লাগল, মাঝেমধ্যে এমন লিখো, নাহ্ কেবল ছন্দের জন্য বলছি না, এটা একটা ছোটোখাটো মিষ্টি বোমা। শেষ লাইন এতো সংলাপ এতো নাটক। দারুণ।

    উত্তরমুছুন
  2. অনন্ত এই 'তুমির' সফর --- পুরো কবিতাটি টান টান করে বেঁধে রেখেছে আমার মনে হলো, ছোট ছোট লাইন ছন্দ অথচ তীব্র ব্যঞ্জনা সত্যি মধ্যমে কড়িমা নেই বদলে ঝালার সপ্তক আছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বাহারি তুলির ভ্রমণ আঁচড়। চমৎকার স্বর্গযাপন।

      মুছুন
  3. চমৎকার, গতিময় এ ভ্রমণ। ভালো লাগলো।
    - রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন
  4. অপূর্ব
    মৌসুমী ব্যানার্জী

    উত্তরমুছুন
  5. সৌমি, ঠিক বলেছে। একটা মিষ্টি বোমা।

    উত্তরমুছুন
  6. অনবদ্য কাব্য স্রোত

    উত্তরমুছুন
  7. বড় সুন্দর লেখা। ছন্দ এবং ভাব দুইই চমৎকার...

    উত্তরমুছুন
  8. ভালো লাগল। আপনার লেখা ভিন্ন স্বাদের আস্বাদন দেয়। একটা ঝোঁক বা দোলা এই লেখাটিতেও রয়েছে, যা আপনার লেখার বৈশিষ্ট্য।
    -পৃথা চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য