কৌশিক সেন

 

 



মেঘ যদি...


তোকে যদি মেঘ বলি, বল

আজলায় ভরে দিবি জল 


বেদম পিপাসা লাগে যদি

এঁকে দিবি ঝিরিঝিরি নদী

রাতের মাশুকা ভরা দেশে

মাদুর বিছাবি অবশেষে 


তোকে যদি মেঘ বলি, বল

বাজবেই বেদনা মাদল 


মিলনের মালহার ধুণ

রিনিঝিনি সুরেলা নিপুণ

অনুক্ষণ বুঝেছি আবেশ

আজলায় মোহনীয়া দেশ 


তোকে যদি মেঘ বলি, বল

শিফনেই বুনবি বাদল 


ঘাসের শরীরে রাখা ঘাম

একাকী সইবে বদনাম

পলকে পাপড়ি ভেজে দোঁহে

কেন, কোন মধু সম্মোহে! 


তোকে যদি মেঘ বলি, বল

শরীর রাখবি অবতল 


জানি জানি পাতার পোশাক

ঘুঙ্গুরেও বিরহ বসাক

মিথুনে কাতর গাঙচিল

থুতনিতে মারণ আঁচিল 


তোকে যদি মেঘ বলি, বল

থাকবেনা আর কোনো ছল 


নিটোল দুগালে রাখি ঠোঁট

বুকে যেন ঝড়ের দাপট

কেঁপে কেঁপে ওঠে যদি ধরা

ও সুখ এখনও অধরা 


তোকে যদি মেঘ বলি, বল

সারা দেহে রাধার আদল

তোকে যদি মেঘ বলি, বল

সারা দেহে শ্যামের আদল!




মন্তব্যসমূহ

  1. বেশ বেশ ভালো লাগলো। কবিতার সাথে মাদল বাজার ছন্দ উপরি পাওনা।
    বিমল গোস্বামী।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য