মৃণালেন্দু দাশ
পর্দা সরে যায় ❃❃❃
এমন নির্জন সরীসৃপ বনে চাঁদ
উঠেছে ফুঠিয়া যেন কোথাও কোনো বিষের তাপ নাই ,
উঠেছে ফুঠিয়া যেন কোথাও কোনো বিষের তাপ নাই ,
হিম হয়ে আছে চরাচর — প্রেমের আখ্যান রচে কবি জয়দেব
আমার যাকিছু গরল অনল উপাচারে নিবেদন করি
আর হালকা হয়ে যাই দখিনা হাওয়ার মতো
আর হালকা হয়ে যাই দখিনা হাওয়ার মতো
পরিতাপ মেঘে বৃষ্টি বিন্দু জমে জমে শ্রাবণ ধারায় এসো
এসো প্রেম ,নিকষিত হেম পরিপূর্ণ হতে সঁপে দিই কাম
সামনেই দেখি কেঁদুলির কবি জয়দেব পর্দা সরে যায় এসো প্রেম ,নিকষিত হেম পরিপূর্ণ হতে সঁপে দিই কাম
সুন্দর কবিতা। পৃপরিজভী গরল আছে আবার অপরূপ সৌন্দর্য আছে তো। তখন গরল গৌন হয়ে যায়।
উত্তরমুছুনসুন্দর কবিতা। পৃপরিজভী গরল আছে আবার অপরূপ সৌন্দর্য আছে তো। তখন গরল গৌন হয়ে যায়।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনসুন্দর কবিতা। পৃথিবীতে গরল আছে আবার অপরূপ সৌন্দর্য আছে তো। তখন গরল গৌন হয়ে যায়।
উত্তরমুছুনসুন্দর।।
উত্তরমুছুন