মৃণালেন্দু দাশ



পর্দা সরে যায়  ❃❃❃
এমন নির্জন সরীসৃপ বনে  চাঁদ
উঠেছে ফুঠিয়া যেন কোথাও কোনো বিষের তাপ নাই , 

হিম হয়ে আছে চরাচর — প্রেমের আখ্যান রচে কবি জয়দেব
আমার যাকিছু গরল অনল উপাচারে নিবেদন করি
আর হালকা হয়ে যাই দখিনা হাওয়ার মতো
পরিতাপ মেঘে বৃষ্টি বিন্দু জমে জমে শ্রাবণ ধারায় এসো
এসো প্রেম ,নিকষিত হেম পরিপূর্ণ হতে সঁপে দিই কাম
সামনেই  দেখি  কেঁদুলির  কবি  জয়দেব  পর্দা  সরে  যায়

মন্তব্যসমূহ

  1. সুন্দর কবিতা। পৃপরিজভী গরল আছে আবার অপরূপ সৌন্দর্য আছে তো। তখন গরল গৌন হয়ে যায়।

    উত্তরমুছুন
  2. সুন্দর কবিতা। পৃপরিজভী গরল আছে আবার অপরূপ সৌন্দর্য আছে তো। তখন গরল গৌন হয়ে যায়।

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  4. সুন্দর কবিতা। পৃথিবীতে গরল আছে আবার অপরূপ সৌন্দর্য আছে তো। তখন গরল গৌন হয়ে যায়।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য