সৌভিক গুহ সরকার
হরিণছানা
✴✴✴✴✴✴✴✴
বালিশ-ফাটা তুলোর মতো কুয়াশায় ঢেকে আছে গাছেদের সরস কলেবর। প্রসিদ্ধ ঊষার গেরুয়া ইঙ্গিতে হিমের কলস উপুড় করেছে নরম বাতাস। তরুলতার তাজা ঘ্রাণ বিশুদ্ধ ললিতের মতো ভাসে। বন্যভূমি এখন ঘুমিয়ে পড়া দস্যি বালিকার মতো শান্ত। পাখি ডাকে; আদিমের ডালে।
বালিশ-ফাটা তুলোর মতো কুয়াশায় ঢেকে আছে গাছেদের সরস কলেবর। প্রসিদ্ধ ঊষার গেরুয়া ইঙ্গিতে হিমের কলস উপুড় করেছে নরম বাতাস। তরুলতার তাজা ঘ্রাণ বিশুদ্ধ ললিতের মতো ভাসে। বন্যভূমি এখন ঘুমিয়ে পড়া দস্যি বালিকার মতো শান্ত। পাখি ডাকে; আদিমের ডালে।
চিনা ছবির মতো নুয়ে পড়া সবুজ পাতাভরা শাখা। ছোট্ট সর্ষে ফুলের
মতো হরিণছানা তার কচি দাঁতে পাতা ছেঁড়ে, খায়। আপনমনে লাফিয়ে বেড়ায়। রোজকার মতো সে
অতিবৃদ্ধ পিতামহ বনস্পতির বুকে দৌড়ে এসে ধাক্কা দেয়। বনস্পতির চোখ লাল। তার ঘুম
হয়নি কাল। সে দেখেছে গতরাতে পৃথিবীর ধর্ষণপ্রিয় মানুষের জাত চোয়াল ফাঁক করে হরিণীর
গতর ছিঁড়ে নিয়ে গেছে।
ছানা সে কথা জানে না। সে জানে তার মা আছে;
নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে স্বর্গীয় কোনও তৃণভূমির খোঁজে
মায়েরা যেখানেই যাক, ফিরে আসে; সন্তানেরা এটুকুই বোঝে
বাহ্
উত্তরমুছুন"বনস্পতির চোখ লাল..."