সমর্পিতা ঘটক
কিতকিত
❁❁❁❁❁❁
এক পাটাতন থেকে অন্যটায় লাফিয়ে লাফিয়ে চলেছি
মধ্যিখানে ইঁদারা, ঠাঁই নাই ঠাঁই নাই চিৎকার অন্দরে
তবুও ডিঙিয়ে যাচ্ছি অতীত, অন্ধকার, চৈতন্য, ছায়া
আর উপায় নেই থামার, হুইসেল বেজে গেছে খেলা শুরুর,
কিতকিত খেলায় এক পায়ে লাফিয়ে লাফিয়ে ঘরে ঢোকাতে হয়
ঘুঁটি
বিনুনি দুটো লোভাতুর ব্যাঙের মতো লাফায় পিঠের ওপরে
বুঝতে পারি তিনগুছি টান– লোভ, খ্যাতি, মোহ
ফেলতে দেবে না পা অন্য
ঘরে,
ঢিলের বদলে পায়ের সামনে আলো,
যা ক্রমশ পিছলে যাচ্ছে
এক নৌকা
থেকে অন্যটায়...
অদ্ভুত সত্যকথন।আমার খুব ভালো লগলো।
উত্তরমুছুনসৌমী, ভীষণ ভালো লাগল আমারও তোমার মতামত পেয়ে। ভালো থেকো।
মুছুনসমর্পিতা
"বুঝতে পারি তিনগুছি টান-লোভ,খ্যাতি,মোহ"প্রয়োগটি অনবদ্য লেগেছে।নামকরণ থেকে কবিতা নির্মাণ এবং ভাবপ্রকাশ,সব মিলিয়ে চমৎকার একটি কবিতা।
উত্তরমুছুননবনীতা, তোমার কথায় খুশি হয়ে ওঠে অন্তর। বারবার। ভালো থেকো।
মুছুন--
সমর্পিতা
কী যে অসাধারণ লাগল বলে বোঝাতে পারব না সমর্পিতা। দারুণ।
উত্তরমুছুনআপনার মন্তব্য পেয়ে আপ্লুত। আনন্দিত। প্রাণিত হলাম।😊😊
উত্তরমুছুন--সমর্পিতা--
বেঁচে থাকার খেলা। শৈশবে মে কিতকিত শুরু হয় জীবনভর চলে। বেঁধে রাখে লোভ, খ্যাতি, মোহ। এই নিয়েই কিতকিত। ভালো লাগলো।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ। আপনার মতামত পেয়ে খুব ভালো লাগল। 😊
মুছুন--সমর্পিতা
জীবনের কবিতা। ভালো লাগলো।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ। 😊খুব ভালো লাগছে মতামত পেয়ে।
মুছুনসমর্পিতা
“বুঝতে পারি তিনগুছি টান– লোভ, খ্যাতি, মোহ
উত্তরমুছুনফেলতে দেবে না পা অন্য ঘরে,” এই আমাদের মধ্যবিত্ত জীবন বোধ, মুক্তি পাওয়ার সাহস নেই!
এতেই আমরা বাঁধা পড়ে যাই...।
মুছুনখুব ভালো লাগল আপনার মতামত পেয়ে। অনেক ধন্যবাদ।
--সমর্পিতা
দিনচর্চা ও চর্যাপদ।
উত্তরমুছুনবাহ! কি সুন্দর ! সত্যি তো...
মুছুনখুব ভালো লাগল। ধন্যবাদ।
--সমর্পিতা