রিমলী বিশ্বাস


অসুখের পরে 
----------------
কত যে অসন্তোষ নিয়ে হেঁটে যাই রোজ!
যেমন করে আরোগ্য আনতে পারি না
তেমনই মানতে পারি না 
মানুষের হাত ছেড়ে যাওয়া!
অথচ মনে মনে জানি সকলেরই গন্তব্য এক,
তবুও তা এড়াতে চেয়ে বারবার এ ওর কাছে
দু'দন্ডের জিরিয়ে নেওয়া!
কথোপকথনে উঠে আসে পৃথিবীর অসুখ
উঠে আসে দূরত্বের সচেতন মাপ
শুকনো ঠোঁটের রঙ ঢাকা পড়ে যায়
মুখোশের পরতে পরতে!
এরই নাম বুঝি বেঁচে থাকা!
এবিপি আনন্দ খোঁজে আজ কতজন!
রাত হলে, আমি খুঁজি গোটা ওষুধের স্ট্রিপ
ঘুম ঘুম জ্যোৎস্নায় চলে যাই খাদের কিনারে
আর, কাকে যেন ডেকে ডেকে বলি...
'আমার দু'চোখে অন্ধকার নামিয়ে দাও, 
এ পৃথিবী দেখার যোগ্য নয়'।

মন্তব্যসমূহ

  1. কবিতাটি ভাল লাগল। তবে সৃজনশীল মানুষের কাছে এই আপাত বিচ্ছিন্নতা আশীর্বাদ স্বরূপ। নিজের সঙ্গসুধা পাবার, বাধাহীন সৃষ্টিসুখের উল্লাসে মাতার অখন্ড অবসর। পৃথিবীর এ আর এক রূপ। কাম্য নয়, তবে অনিবার্য। ধ্বংস ও সৃষ্টির খেলা তো অবিরাম চলবেই। সুতরাং পৃথিবী হয়ত এখন দেখার যোগ্য নেই ঠিকই, তবে সব মেঘ কেটে গিয়ে নতুন সূর্য উঠবেই, আবার আলোয় ঝলমল করে উঠবে পৃথিবী।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য