তিতাস বন্দ্যোপাধ্যায়

নির্জন গানের ওপারে
------------------------- 

আপনার বুকের ভেতর চমৎকার পাখির গান,
তা শুনেই উঠে দাঁড়িয়েছি।
রুদ্র শরীরের মায়ায় 
ডুবে যাচ্ছে আমার চোখ।
যেভাবে ক্লান্ত মাছ ডুবে যায়,
ডানাদুটি অসাড় হয়ে এলে!

গান আঙুলের ভেতর বাজতে থাকে।
এখান থেকে খানিকটা দূরেই বুঝি শৈশব!
সখীরা নদীর ঘাটে অর্ধনগ্ন, 
সেরে নিচ্ছে স্নান!

ওদিকে তাকাবেন না!

আপনি এখন আরও বেশি করে উঠে দাঁড়ান হৃদয়ে এবং যুদ্ধে!
আসুন,
পুনরায় ফিরে যাই অজন্তার দেওয়ালে।

মন্তব্যসমূহ

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. আপনাদের ভাললাগা আমার প্রাপ্তি।
    সকলকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন
  3. তিতাসের কবিতা আমার প্রিয়। এটিও ব্যতিক্রম নয়।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য