তিতাস বন্দ্যোপাধ্যায়
নির্জন গানের ওপারে
-------------------------
আপনার বুকের ভেতর চমৎকার পাখির গান,
রুদ্র শরীরের মায়ায়
ডুবে যাচ্ছে আমার চোখ।
যেভাবে ক্লান্ত মাছ ডুবে যায়,
ডানাদুটি অসাড় হয়ে এলে!
গান আঙুলের ভেতর বাজতে থাকে।
এখান থেকে খানিকটা দূরেই বুঝি শৈশব!
সখীরা নদীর ঘাটে অর্ধনগ্ন,
সেরে নিচ্ছে স্নান!
ওদিকে তাকাবেন না!
আপনি এখন আরও বেশি করে উঠে দাঁড়ান হৃদয়ে এবং যুদ্ধে!
আসুন,
পুনরায় ফিরে যাই অজন্তার দেওয়ালে।
বাহ্!!
উত্তরমুছুনদারুণ তিতাস।
উত্তরমুছুনধন্যবাদ দাদা 😊
মুছুনভালো লাগলো
উত্তরমুছুনধন্যবাদ😊
মুছুনভালো লাগা জানাই
উত্তরমুছুনধন্যবাদ 😊
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনআপনাদের ভাললাগা আমার প্রাপ্তি।
উত্তরমুছুনসকলকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই।
তিতাসের কবিতা আমার প্রিয়। এটিও ব্যতিক্রম নয়।
উত্তরমুছুনধন্যবাদ৷ ভাললাগা আমারও। 😊
মুছুনBah!💝suvecha Titas..
উত্তরমুছুনবাহ!
উত্তরমুছুনবেশ বেশ 😍😍
উত্তরমুছুন