পিয়ালী বসু ঘোষ

ছায়ায়_মায়ায়

*******************
কখনো নিজের ছায়ার সাথে হেঁটে যেতে যেতে দেখেছি 
সামনে পিছনে ডানে বাঁয়ে
শূন্য কিংবা শূন্যেরও অধিক কোনও ছায়া-চিত্র 
কোনটি ষাট কোনটি আবার সত্তর সেকেন্ডের 
আলাদা আলাদা সেসব শূন্যতাকে আমি  বুকের আলস্যে ভর দিয়ে উৎসবের রাত্রি ডাকতে দিইনি 
ভোরবেলা হারিয়েছি নিজেকে 
খুঁজে পেয়েছি মধ্যরাতে 
ফুর্তিতে মেঘ সরিয়ে ষোলো মিনিট বাইশ সেকেন্ড তোমার ভিতরের আস্ত মাঠটিকে যা কিনা আসলেই একটা বড়ো শূন্য 
তাকে চুমু খেয়েছি 
তারপর থেকে কেবলই হাসছি অস্থির ঘন্টাধ্বনির মতো 
যে হাসি আর কিছুতে থামতেই চাইছেনা

মন্তব্যসমূহ

  1. ভালো লাগল পিয়ালী। চমৎকার লিখেছ।" তারপর থেকে কেবলই হাসছি অস্থির ঘন্টাধ্বনির মতো
    যে হাসি আর কিছুতে থামতেই চাইছেনা"

    উত্তরমুছুন
  2. ছায়ায় মায়ায় জড়িয়ে থাকা লেখাটিকে ভালবাসা

    উত্তরমুছুন
  3. ছায়ায় মায়ায় জড়িয়ে থাকা লেখাটিকে ভালবাসা

    উত্তরমুছুন
  4. সত্যি বলতে দীর্ঘ ১ মাস বাদে তোমার লেখা মন দিয়ে পড়লুম। বেশ লাগল....বড়াবড়ই তোমার লেখার ভক্ত....অনবদ্য হয়েছে লেখাটা। ছায়ায় মায়ায় আর তোমাকে অনেক ভালোবাসা

    উত্তরমুছুন
  5. প্রথম লাইনটা বাদ দিয়ে পড়লাম তবুও ভালো লাগা রয়ে গেল ☺️

    উত্তরমুছুন
  6. ভুল করে শব্দরা ঢুকে যায় খেরোখাতায়
    আকস্মাৎ কেঁপে উঠে
    ভেতরের পেন্সিল খাতা
    বিরহের খরায় খরায় অনেকটা সময়
    ঘুরে বেড়াচ্ছে পোড় খাওয়া স্বপ্নেরা
    দূরত্ব নিজেও জানেনা ঠিক কতটুকু দূরে গেলে
    আবার মুখমুখি হয়ে যায় সব।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য