এলা বসু
বারোটা বাইশ
✰✰✰✰✰✰✰✰
রাত বারোটা বাইশ l
পাশের বাড়ি, চিলচিৎকার l
বন্ধ দরজা, হুমকি মার l
ও তো পাশের বাড়ি !
তোমার কি দিদি ?
আছে,
আমার আছে l
আগেও ঘটেছে এমন
সিঁটিয়ে যাই, কেঁপে উঠি !
দৌড়ে একবার যাই ?
কী বলি তাকে ? এর পরে
কী বা বলার থাকে ?
কার মা ? কার বৌ ?
কারা মারে রোজ রাতে ?
ভয় দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে, আকণ্ঠ গিলছি l
ঝুঁকে পড়া দিন, হাঁড়িকাঠে মাথা, সহবাসে বিবমিষা l
টক ঝাল অসম্মানের ঝাঁজ বেসিনে উপুড় করি l
আড়ষ্ট জিভ, বোবা শরীর হাতিয়ার খোঁজে
লেখার টেবিলে...
কলম ? সে ছোটায় ধর্ষিত স্তনবৃন্ত থেকে বিষাক্ত দুধের ফোয়ারা আততায়ীর জিভে !
আঃ পরিত্রাণ !
অসামান্য l সহমর্মিতা থেকে অসহায়তা থেকে ক্রোধ থেকে প্রতিশোধ...সবই মসীর রেখায় !
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা জানবেন... প্ৰতিবাদ শুধু লিখি না,বাস্তবেও করি ����
মুছুনঅনেক ধন্যবাদ, ভালো থাকুন 🙏🙏
উত্তরমুছুনসামাজিক ব্যাধি। জরুরি বিষয় নিয়ে সোজা সাপটা লেখা। ভালো লাগলো।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ 🙏
মুছুনআর কিছু বলার ভাষা নেই আমার।কলম ছুটতে থাকুক। এত প্রতিবাদী কলম তোর!! দেখবি ঠিক একদিন এই কলমের ছোরা তেই রক্তাত্ত হবে এই কাপুরুষগুলোর ধিক পুরুষত্ব।
উত্তরমুছুনআপ্লুত... কিন্তু আপনার নাম দেখা যাচ্ছে না তাই কে বললেন বুঝলাম না...
মুছুনকলম যখন জীবনের কথা বলে
উত্তরমুছুনএকদমই তাই গো...
মুছুনএকদমই তাই গো...
উত্তরমুছুন