দেবজ্যোতি রায়

আমার সংসার
✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤
কান পাতলেই পাগলা ঘণ্টির শব্দ
আগুন লেগেছে?
হলুদ পাখিটি খাঁচা ভেঙে হঠাৎ ফুড়ুৎ?


আমার ভেতর ঘাঁটি গাড়ে আশ্চর্য পোড়োবাড়ি
ময়ূরের নীল চোখ
বহুবর্ণ পেখমের ভাঁজে ভাঁজে
ধূমাবতী চাঁদ
পদ্মগোখরোর ফণা মাথা নীচু করে

ঢুলু ঢুলু চোখে নিজের তৈরি করা সংসার দেখি
কামারশালায় সংগীত রচিত হচ্ছে ।
পুবের বারান্দা থেকে পশ্চিমের ব‍্যালকনি
ঝমঝম লোহার শেকল ।

স্ত্রী পুত্র শ‍্যালিকারা  প্রতিপক্ষ খোঁজে
গাছের রক্ত দেখে কুড়ুলের স্বস্তি হয়
অনন্ত বটির সাথে গল্প করে 
মৃত শোলমাছ।

মন্তব্যসমূহ

  1. বাতিঘর অনলাইন অসময় সংখ্যার কবিতাগুলোর মধ্যে এটাই সবচেয়ে ভালো
    লেগেছে আমার ।

    উত্তরমুছুন
  2. অন্তরমহলে আবব্ধ শেকল। রোজকার হিংসা দ্বেষ বিষাদের মধ্যেও এক আশ্চর্য নির্লিপ্তি। অথচ কান পাতলেই.... গভীরতর কবিতা।

    উত্তরমুছুন
  3. অসম্ভব ভালো কবিতা। আশ্চর্য হয়ে শুধু অতিচেতনাকে পড়লাম ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য