মঞ্জরী গোস্বামী

পরকীয়া 
❃❃❃❃❃❃❃❃❃
আমাকে বেচাল বোলো না
বোলো না বোমাবাঁধা ফেরারী কলার
ফুরসত পেলেই ডাগর বুকের এক ঘুঘু
ভুলে যাই কালো কালো বিবাদ কলহ
পরিবার পরিতাপ হীন স্বাধীন  স্বাধীন 
ভীষণ  ক্ষিপ্রতায় খুঁটে খাই লোভনীয় দানা

এবং দাম্পত্য পরিচলন বৃষ্টির  মত
স্থানীয় ভাষা থেকে স্বেচ্ছায় বেরোতে পারে না
সে কি করে  শুষে নেবে
রুমালের ভিন সংলাপ
পাহাড়ে চলো একবার, কী ভীষণ  মৌনতায়
কামনার ঢেউ  জেগে আছে
তরল বীর্য বেয়ে চলে যায় 
 শত শত মিলনের নিখুঁত প্রস্তাব
দূরাগত জলীয়  খাজুরাহো দেহে

মন্তব্যসমূহ

  1. ভালো লাগলো একটু যেন অন্য ধরণ বোমাবাধা শব্দটি।বাকিটুকু কবির সাথেই হেঁটেছি।

    উত্তরমুছুন
  2. আমার খুব পছন্দ হয়েছে কবিতাটি

    উত্তরমুছুন
  3. পাহাড়ে কামনার ঢেউ, দাম্পত্য পরিচলন বৃষ্টিপাত চমৎকার ভাবে দেখেছো বিষয়গুলো। বাঁকবদল আসছে তোমার লেখায়। শুভেচ্ছা

    উত্তরমুছুন
  4. পাহাড়ে কামনার ঢেউ, দাম্পত্য পরিচলন বৃষ্টিপাত চমৎকার ভাবে দেখেছো বিষয়গুলো। বাঁকবদল আসছে তোমার লেখায়। শুভেচ্ছা

    উত্তরমুছুন
  5. কবিতাটি নিজেও এক অনন্য স্থাপত্য 🙂
    স্থপতিটিও অনন্যা ❤

    উত্তরমুছুন
  6. অত্যন্ত গভীর এবং মৌলিক লেখা। অসামান্য।

    উত্তরমুছুন
  7. আমার কাছে ঠিক পরকীয়া নয় । উইমেনস্ লিব । হাতড়ে বেড়ানো তার খোঁজে বরং পরকীয়া কে আঁকড়ে ধরার চেষ্টা ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য