সুস্মিতা গোস্বামী সরকার



অমৃতযোগ 
✪✪✪✪✪✪✪✪✪✪✪
সুবাতাসে ডাক এলে গলতে থাকো.. 
বিশুদ্ধ নলেন গুড়ের মত
কলস কিনারা অস্থির, গলন উপচে ছলকানো।
উঠোনের উনুনে সময় আঁচের গুনগুনে 
দায়বদ্ধ তুষের আগুনে গাঢ় পুরু হয়  সর.. 
সুগন্ধি দুধে আর চালে...
অভিজ্ঞ অভ্যস্ত হাত মাপ করে মিশেলে ঢালে  
রসের জারন।  
আবার ফিরুক সে অমৃতযোগ
প্রস্তুত পরমাণ্ণ ক্ষণ...
সুজাতার অবাক পাথর বাটিতে 
বুভুক্ষু ক্ষুধা নিবারণ। 

বৃহৎ বোধির সন্ধানে..!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য