রাজদীপ ভট্টাচার্য
যাপিত জন্মকথা
✰✰✰✰✰✰✰✰✰✰✰✰✰✰✰✰✰
১
বিগত জন্মকথা লেখা আছে সচেতন তক্ষকের ডাকে
পুকুরের পুবপাড়ে অশ্বত্থ গাছের বেড়ে উন্মনা তাল
নুয়ে পড়া জাম গাছ আমৃত্যু ভাসে তার জলে প্রতিচ্ছবি
পুকুরের পুবপাড়ে অশ্বত্থ গাছের বেড়ে উন্মনা তাল
নুয়ে পড়া জাম গাছ আমৃত্যু ভাসে তার জলে প্রতিচ্ছবি
শীতের দুপুরে কিছু গোঁয়াড়গেল বুক ঘষে অপেক্ষার ঘরে
ডাহুকের অবিশ্রাম গুবগুবি আগাছার হৃদয়স্পন্দন
গ্রাম্য বালিকা ও বউ-ঝি'র রিঠাজল চুঁইয়ে গড়ায়
ধুঁধুলের ছোবড়া দিয়ে অনাবৃত পিঠ মাজে বুকের সুডোল
ছুঁয়ে যায়, অযাচিতে জেগে ওঠে দোয়েলের নিমীলিত ঠোঁট
স্নান শেষে ভিজে শাড়ি জড়িয়ে নিপুণ ফেরা রমণী কৌশল
চলনে ছন্দে দোলে জলা জঙ্গলপথে মাধবীলতা।
২
তালা ভেঙে খুলে বসি প্রাচীণ তোরঙ্গ শেষ শীতের দুপুরে
খেরোর খাতায় লেখা মাসখরচের পাই পয়সা হিসেব
সাল তারিখের সাথে ওঠাপড়া চাল-ডাল-তেলের মূল্যে
একতাড়া পোস্টকার্ড কত মানুষের আশা-আকাঙ্খা বিশদ
"পেয়েছি তোমার চিঠি, ভালোবাসা, আমরাও কুশলেই আছি।
এবার পুজোয় তুমি ছেলে মেয়ে সাথে নিয়ে অবশ্য আসিও।"
লোমশ কুকুর ছানা লাফ দিয়ে উঠে আসে রঙিন সোয়েটার
কুরুশকাঠির খেলা কার হাতে জমেছিল মনে নেই আজ
ধুলো ঝাড়ি স্মৃতি ঝরে ছুটে যায় ন্যাপথলিনের গোল বল
পূর্বজন্মের কথা গলে গেলে চারপাশে একগলা জল।
খেরোর খাতায় লেখা মাসখরচের পাই পয়সা হিসেব
সাল তারিখের সাথে ওঠাপড়া চাল-ডাল-তেলের মূল্যে
একতাড়া পোস্টকার্ড কত মানুষের আশা-আকাঙ্খা বিশদ
"পেয়েছি তোমার চিঠি, ভালোবাসা, আমরাও কুশলেই আছি।
এবার পুজোয় তুমি ছেলে মেয়ে সাথে নিয়ে অবশ্য আসিও।"
লোমশ কুকুর ছানা লাফ দিয়ে উঠে আসে রঙিন সোয়েটার
কুরুশকাঠির খেলা কার হাতে জমেছিল মনে নেই আজ
ধুলো ঝাড়ি স্মৃতি ঝরে ছুটে যায় ন্যাপথলিনের গোল বল
পূর্বজন্মের কথা গলে গেলে চারপাশে একগলা জল।
খুব ভালো লাগলো। দ্বিতীয় অংশের শেষ দুই অনবদ্য লেগেছে।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ জানবেন।
মুছুনএ এক অন্য ধরণ,অন্য রকম।আপনার কবিতা পড়লে যেন অতীতের ছায়াপথে একা নেমে পড়ি উদাসী মন খারাপের সাথে।ঐ যে চিঠির অনুসঙ্গ কি অমোঘ ভালো লাগলো খুব।
উত্তরমুছুনখুব ভালো লাগলো আমারও।
মুছুনখুব মরমি এক জীবনকথার ভিতরে নিজের অজান্তেই প্রবেশ করি। আর নস্টালজিক ছবিগুলি মনের মধ্যে ভেসে ওঠে। কবিতা এভাবেই স্পর্শ করে হৃদয়কে। উচ্চারণে সারল্য অনবদ্য ব্যঞ্জনা:
উত্তরমুছুন"শীতের দুপুরে কিছু গোঁয়াড়গেল বুক ঘষে অপেক্ষার ঘরে
ডাহুকের অবিশ্রাম গুবগুবি আগাছার হৃদয়স্পন্দন
গ্রাম্য বালিকা ও বউ-ঝি'র রিঠাজল চুঁইয়ে গড়ায়
ধুঁধুলের ছোবড়া দিয়ে অনাবৃত পিঠ মাজে বুকের সুডোল
ছুঁয়ে যায়, অযাচিতে জেগে ওঠে দোয়েলের নিমীলিত ঠোঁট
স্নান শেষে ভিজে শাড়ি জড়িয়ে নিপুণ ফেরা রমণী কৌশল
চলনে ছন্দে দোলে জলা জঙ্গলপথে মাধবীলতা।"
আন্তরিক শ্রদ্ধা জানবেন। অনেক উৎসাহ পেলাম।
উত্তরমুছুনদুটি কবিতাই খুব ভালো লাগল। কিছু কিছু পঙক্তিতে মুগ্ধতা ছুঁয়ে গেল।
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা কবি। ��
মুছুনপ্রীতি জানবেন। ��
উত্তরমুছুনখুব ভালো লাগলো দাদা। এইভাবেই আরো লেখা উপহার দাও আমাদের 😊
উত্তরমুছুনফেলে আসা সময়ের ছবি। স্মৃতিমুখাতুর। বেশ লাগলো কবিতা দুটি।
উত্তরমুছুন