নিলয় নন্দী
প্যারাডক্স
✺✺✺✺✺✺✺✺✺
যতিচিহ্ন মুছে এসো।
এত পিছুটান ভালো লাগে না আর।
অন্তর্বাসে আর কতদিন লুকিয়ে রাখা যায়
অন্দরমহল,প্যাভলভ রিফ্লেক্স বা দীর্ঘকবিতা।
যদি প্রবেশ অনধিকার হয়, ছিঁড়ে নিই তবে
কাঁথাস্টিচ হুক বা জীবনানন্দীয় লেবুপাতা
পকেটে থিরথির বেজে যায় রিংটোন, যাক
মেঘ না মৈথুন অমীমাংসিত থাক...
প্রেম আসলে এক প্যারাডক্স
সকাল সকাল রাস্তা হারালে যা হয়!
কিছু অমীমাংসিত থাকা ভালো।প্রেমে রাস্তা হারানোই জায়েজ।এইরে মন্তব্য কোথায়?ভালো লাগলো।ছোট্ট কিন্তু তীব্র।আমার কাছে।
উত্তরমুছুনভালোলাগা
মুছুনঅনবদ্য নামকরণ!প্রথম দুটি লাইনই মন কেড়ে নেয়।খুব সুন্দর
উত্তরমুছুনভালোলাগা
মুছুনতুমি আমার অন্যতম প্রিয় কবি নিলয়। বারবার বুঝতে পারি। এবারেও বুঝলাম।
উত্তরমুছুনআমার পরম প্রাপ্তি
মুছুনঅভিনব । "প্রেম আসলে এক প্যারাডক্স"।
উত্তরমুছুনভালোলাগা
মুছুনআপনার লেখা ভীষণ ভালোবাসি দাদা। শুভেচ্ছা সতত , আরোও লিখুন
উত্তরমুছুনআনন্দিত
মুছুনআপনার লেখা ভীষণ ভালোবাসি দাদা। শুভেচ্ছা সতত , আরোও লিখুন
উত্তরমুছুনঅনবদ্য কবিতা। ������
উত্তরমুছুনখুশি
মুছুনআপনার কবিতায় উপরি পাওনা হিসাবে প্রিয় সাবজেক্ট বায়োলজির ছোট ছোট প্রয়োগ অথচ তীব্র ও যথার্থ বলে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। খুব ভালো লাগল।
উত্তরমুছুনবায়োলজির লোক তো। এসে যাবেই।
মুছুনযতিচিহ্নের কী ব্যবহার! একদম শরীরি কবিতা অথচ মিহিন বুনোট, শব্দের সাজেস্টিভ ব্যবহার। খুব ভালো লেখা।
উত্তরমুছুনযৌন সংরাগের শীলিত নিবিড় বয়ন! প্রতিভাস ও অন্তর্ভাষ্যে একই প্রগাঢ়তা! সংকেতের দ্যুতি ও শব্দের সংযমে কবিতার সংবেদ আরও বাঙ্ময় হয়ে উঠেছে।
উত্তরমুছুন