নিলয় নন্দী



প্যারাডক্স
✺✺✺✺✺✺✺✺✺
যতিচিহ্ন মুছে এসো।
এত পিছুটান ভালো লাগে না আর।

অন্তর্বাসে আর কতদিন লুকিয়ে রাখা যায়
অন্দরমহল,প্যাভলভ রিফ্লেক্স বা দীর্ঘকবিতা।

যদি প্রবেশ অনধিকার হয়, ছিঁড়ে নিই তবে
কাঁথাস্টিচ হুক বা জীবনানন্দীয় লেবুপাতা
পকেটে থিরথির বেজে যায় রিংটোন, যাক
মেঘ না মৈথুন অমীমাংসিত থাক...

প্রেম আসলে এক প্যারাডক্স
সকাল সকাল রাস্তা হারালে যা হয়!

মন্তব্যসমূহ

  1. কিছু অমীমাংসিত থাকা ভালো।প্রেমে রাস্তা হারানোই জায়েজ।এইরে মন্তব‍্য কোথায়?ভালো লাগলো।ছোট্ট কিন্তু তীব্র।আমার কাছে।

    উত্তরমুছুন
  2. অনবদ্য নামকরণ!প্রথম দুটি লাইনই মন কেড়ে নেয়।খুব সুন্দর

    উত্তরমুছুন
  3. তুমি আমার অন্যতম প্রিয় কবি নিলয়। বারবার বুঝতে পারি। এবারেও বুঝলাম।

    উত্তরমুছুন
  4. অভিনব । "প্রেম আসলে এক প্যারাডক্স"।

    উত্তরমুছুন
  5. আপনার লেখা ভীষণ ভালোবাসি দাদা। শুভেচ্ছা সতত , আরোও লিখুন

    উত্তরমুছুন
  6. আপনার লেখা ভীষণ ভালোবাসি দাদা। শুভেচ্ছা সতত , আরোও লিখুন

    উত্তরমুছুন
  7. রাজদীপ ভট্টাচার্য২৬ আগস্ট, ২০২০ এ ৭:৩৯ PM

    অনবদ্য কবিতা। ������

    উত্তরমুছুন
  8. আপনার কবিতায় উপরি পাওনা হিসাবে প্রিয় সাবজেক্ট বায়োলজির ছোট ছোট প্রয়োগ অথচ তীব্র ও যথার্থ বলে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। খুব ভালো লাগল।

    উত্তরমুছুন
  9. যতিচিহ্নের কী ব্যবহার! একদম শরীরি কবিতা অথচ মিহিন বুনোট, শব্দের সাজেস্টিভ ব্যবহার। খুব ভালো লেখা।

    উত্তরমুছুন
  10. যৌন সংরাগের শীলিত নিবিড় বয়ন! প্রতিভাস ও অন্তর্ভাষ্যে একই প্রগাঢ়তা! সংকেতের দ্যুতি ও শব্দের সংযমে কবিতার সংবেদ আরও বাঙ্ময় হয়ে উঠেছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য