অপরাজিতা ভট্টাচার্য

নিবি কি তুই?
✧✧✧✧✧✧✧✧✧✧
উত্তরে যার কষ্ট প্রেমের কথা,
দক্ষিণ ভাসে হাপুস চোখের জলে,
পূব পশ্চিমে পাগল পাগল ব্যথা।


অবসাদে যার ভীমপলাশের শ্বাস,
 স্মৃতির গলিতে রাধাবিনোদের খোঁজ,
তাপীদের পেনে জরাহীন বিন্যাস।

অতীতের শিশু বর্গীর ভয়ে কাঠ,
আজকের শিশু একারোগে ভুগে মরে,
শহর বলতে চেয়েছে বালাইষাট।

উৎসবে হাসে শহরের ঘর, পাড়া,
তারই মধ্যে বেরোজগারের ক্ষত,
চিন্তার ভারে বুড়োবট, ধ্রুবতারা।

অন্দরে যার রবি ঠাকুরের বাস,
বুকেতে ছুটেছে “আমাদের ছোট নদী”
হয়ত রবিরও দীর্ঘ হচ্ছে শ্বাস।

লিরিক জুড়ে জীবন মোহের কথা ,
নিরাময় জানে যার জমিনের গান ,
সেলফিতে সেই প্রেক্ষির কলকাতা।


মন্তব্যসমূহ

  1. রবি অস্ত যেতে আর বেশিদিন নেই বোধহয়, এখন রোদ্দুরের যুগ। :(
    খুব ভালো আর সময়োপযোগী লেখা। ভালো লাগলো।

    উত্তরমুছুন
  2. কবিতাটিতে অনেক কিছু বিষয় ধরা হয়েছে, করোনা জনিত বেরোজগারি,আজকের শৈশবের একাকীত্ব, বার্ধক্যের দুঃখময় জীবন, উত্তর দক্ষিণ, বর্তমান, প্রভৃতি সব কষ্টের। কত কী আছে লেখাটায়। বারবার পড়লাম। শুভেচ্ছা রইল অপরাজিতা।

    উত্তরমুছুন
  3. সেলফিতে এ কলকাতাকে তো অনেকেই দেখে।
    কজন এভাবে লেখে! অসাধারণ।

    উত্তরমুছুন
  4. '... হয়ত রবিরও দীর্ঘ হচ্ছে শ্বাস।...'
    সত্যিই তাই । তোমাদের কলমের কান্না ও প্রতিবাদ সবুজ করুক রবিকে । অশেষ শুভ কামনা ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য