শমীক জয় সেনগুপ্ত

বোধহীন 

✱✱✱✱✱✱

সারাটা জীবন শুধু পুরুষ আর প্রেমিকের ভীড়ে
আবর্তে ঘুরে ফিরে নষ্ট খোলসে 
যে স্বপ্ন খসিয়ে ফেলেছে তার দিকভ্রান্ত পোশাকি অব্যয়
তার কাছে জানতে চেয়ো ভয় আর সঙ্কোচে তফাতটা কিসে 

পাতা ঝরলেই যদি বসন্ত আসে 
তাহলে হননলীলা ঋতুমন্ত হোক 

থ্যাঁতলানো মুখে ওটা আবীরের মত 
রক্ত ছোপানো দাগ 
বিদ্রূপে অশ্রুও ছিঁটেফোঁটা পড়েনি মাটিতে 
আকাশটা থম মেরে ফারাকটা বুঝতে চেয়েছে 

বোধশূন্য এ দেশে প্রমা মানে ভার-বোঝা রাশি।

মন্তব্যসমূহ

  1. আকাশটা থম মেরে আছে। বোধে বা বিষাদে নেমেছে বিকেল। পাতা ঝরুক বা না ঝরুক, আজ বসন্ত।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য