রুদ্রদীপ চন্দ



বেনারস
❀❀❀❀❀❀❀❀❀

ম্লান হয়ে আছে আলো। পদক্ষেপও প্রথম ও ততোধিক কুন্ঠিত। ভেজা পায়ে উঠে আসি, হাঁটি
ঘাটের পর ঘাট, জুড়ে আছে সজ্জন ও অন্ধকার। একা খল হাসে, জোয়ারের জল...
ভেসে যাব? আকুল নৌকো দোলে। সংস্কার বাঁধা আছে ঘাটের কিনারে। 


হাঁটি। নিজের স্নান সারা খেলা দেখি। অভিমান ঘর ছেড়ে চলে গেছে, একে একে
এতো রাগ বিকেলের ওপর! দু দন্ড থামি, তর্পন হলো ওই, সন্ধ্যাও হলো। 
কী ডাক বাজে শীতল ঘন্টায়? চেনা মুখ, সিঁড়িও পরিচিত। শুধু হিসেব রাখিনি, 
কে কখন আসে, কার ছায়া সরে সরে যায়।

অনিমেষ হেঁটে গেছি প্রিয়, শেষটুকু এখানেই শুরু। অতৃপ্ত কিছু আছে কি? 
কথা হাওয়া হয়ে যায়। আপামর ঘাট কোনোদিন ছুঁয়ে দেবে ঠিকই। 

মন্তব্যসমূহ

  1. খুব সুন্দর একটি কবিতা পড়লাম।

    উত্তরমুছুন
  2. "সংস্কার বাঁধা আছে ঘাটের কিনারে।" তবু টুকরো করি কাছি। কার ছায়া কার কথা জোয়ারে ভেসে যায়। পরিচিত সিঁড়ি বেয়ে উঠে আসি আকুল স্বজন।

    উত্তরমুছুন
  3. অনিমেষ হেঁটে গেছি প্রিয় শেষ টুকু এখানেই শুরু ..��

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য